
ঢাকা: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ও শেষ ধাপের ভোট শুরু হতে যাচ্ছে শনিবার। এদিন সকাল ৮টা থেকে একটানা ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরই মধ্যে ভোটের সব প্রস্তুতি গুছিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। শেষ পর্বের ৭১০ ইউপি’র ভোটের জন্য বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত প্রচার চালিয়েছেন চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদের প্রায় ৩৩ হাজার প্রার্থী। প্রতি তিন ইউনিয়নে দু’জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন মাঠে।
ইতোমধ্যে জেলায় জেলায় পৌঁছেছে ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ নির্বাচন সামগ্রী। শুক্রবার বিকেলের মধ্যেই নিরাপত্তা প্রহরায় নির্বাচনী সরঞ্জাম সব কেন্দ্রে নিয়ে যাবেন ভোটগ্রহণ কর্মকর্তারা।
ফেব্রুয়ারিতে প্রথম পর্বের তফসিল ঘোষণার পর এ পর্যন্ত ১০০’র বেশি প্রাণহানির ঘটনা ঘটলেও নির্বাচন কমিশন বলছে, ষষ্ঠ ধাপে নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। এই লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা নিচ্ছি। সহিংসতা রোধ ও সংখ্যালঘুসহ ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছি। আশা করি, ভালো নির্বাচন হবে শেষ ধাপে।’
নির্বাচন কমিশনের তথ্য মতে, প্রথম পাঁচ ধাপে ৩ হাজার ২৯০টি ইউনিয়নে ভোট সম্পন্ন হয়েছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন ৬৯৭টি ইউনিয়নে। বিভিন্ন গণমাধ্যমে পরিবেশিত খবর অনুযায়ী, এই ৬৯৭ জনের মধ্যে প্রায় ৫০০ জনই আওয়ামী লীগের বিদ্রোহী। আর আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছেন ২ হাজার ১৯৫ ইউপিতে (৬৭ শতাংশ)।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এমএস/এসজি