
লন্ডন: ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে জয় দিয়ে শুরু করল চেলসি। শেষ সময়ে ডিয়েগো কস্তার গোলে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ২-১ গোলে জয় পায় চেলসি। দলের হয়ে অন্য গোলটি করেন এডেন হ্যাজার্ড।
খেলার ৩০ মিনিটের মাথায়ই এগিয়ে যেতে পারতো চেলসি যদি ওয়েস্ট হ্যাম গোলরক্ষক আদ্রিয়ান দৃঢ়তার সাথে বল রুখে না দিতেন। প্রথমার্ধে আরও দু দুবার ওয়েস্ট হ্যামের ত্রাণকর্তা রূপে দেখা যায় এই স্প্যানিশ গোলরক্ষককে।
দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে ইংলিশ মিডফিল্ডার অ্যান্টোনিও নিজেদের ডি বক্সে ফাউল করলে পেনাল্টি পায় চেলসি। পেনাল্টির এ সুবর্ণ সুযোগ হাতছাড়া করেননি হ্যাজার্ড। গোলরক্ষক বরাবর জোরালো গতির শট ঠেকাতে আগেই ড্রাইভ দেওয়া আদ্রিয়ানের কিছুই করার ছিল না। প্রিমিয়ার লিগে ১১ পেনাল্টিতে এটি হ্যাজার্ডের ১০ম গোল।
খেলার ৬৭তম মিনিটে দিমিত্রি পায়েতকে মাঠে নামায় ওয়েস্ট হ্যাম। পায়েত মাঠে নামার পরপরই আক্রমণের ধার বাড়ে ওয়েস্ট হ্যামের। ১০ মিনিটের মধ্যে গোল শোধও করে ফেলে তারা। বাঁ পায়ের জোরালো শটে বল জালে পাঠান কলিন্স। অবশ্য তার আগেই হ্যান্ডবলের আবেদন জানান চেলসির খেলোয়াড়রা।
খেলার ৮৯তম মিনিটে নেমানিয়া মাতিচের লম্বা পাস জয়ের সুযোগ এনে দেয় চেলসির। বেলজিয়ামের ফরোয়ার্ড মিচি বাতসুয়াইয়ের ফ্লিক থেকে কস্তার কোনাকুটি শটে ফের এগিয়ে যায় চেলসি।
নিউজনেক্সটবিডি ডটকম/মোঃ মাইনুল হোসেন/সাইফুল