
ঢাকা: জমকালো ফ্যাশন শো’র মধ্য দিয়ে শেষ হলো ‘এস কিউব ঈদ কার্ণিভাল-২০১৬’। রাজধানী গুলশান অল কমিউনিটি ক্লাব লি: অডিটরিয়ামে এ কার্ণিভালটি আয়োজন করে এস কিউব এজেন্সি। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে পোশাক বাজারে নতুনত্ব ও আধুনিক ডিজাইনের দেশি-বিদেশি পোশাকের সমাহার নিয়ে এ মেলার আয়োজন করা হয়।
এ মেলায় মোট ১৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। আয়োজন মালার শেষ দিন ছিল ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ।
বর্তমান সময়ের আলোচিত কোরিওগ্রাফার আশিকুর রহমান পনির নির্দেশনায় ফ্যাশন শোতে হেঁটেছেন রুমা, মারিয়া, ইমি, মিলি সহ আরো অনেকে। সন্ধ্যায় ইফতার আয়োজনের পর থেকে ছিলো ব্যান্ড গানের পাশাপাশি কাওয়ালী। এতে অংশগ্রহণ করে তরুণদের নিয়ে গঠিত ব্যান্ড ’জিরো ওয়ার্ল্ড’।
আয়োজক প্রতিষ্ঠান এস-কিউব এজেন্সি’র চেয়ারম্যান শামস হাসান কাদির মেলা সম্পর্কে বলেন, ‘আমরা বাংলাদেশের পোশাক ও ডিজাইনারদের সহজ প্রক্রিয়ার মাধ্যমে একটি প্লাটফর্ম তৈরি করে দিতে চাই। পরবর্তী সময়ে আমরা দেশ ও দেশের বাইরে আরো বড় পরিসরে কার্ণিভাল আয়োজন করবো। যেখানে দেশিই-বিদেশি সব নামকরা ফ্যাশন ডিজাইনারদের একই প্লাটফর্মে অংশগ্রহণ থাকবে।’
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান কায়ানাত ফ্যাশনের কর্ণধার ফারহানা জামান বলেন, ‘আমরা ঈদকে সামনে রেখে এই মেলায় অংশগ্রহণ করেছি। তাই গুলশান বনানীর ক্রেতাদের চাহিদা মাথায় রেখে কালেকশন রেখেছি। বিশেষ করে বুটিকস এবং গাউনের কালেকশনে জোর দিয়েছি।’
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হল সিসটার্স ক্লথিং, মেহুলি, স্পার্কল্স ক্রিয়েশন্স, ডিভাস ব্লেন্ড, মড বাই সারা, কায়ানাত, সাফরিন্স ক্লোজেট, পিওর সেল, জাহিদ খান, উই ফাউন্ডেশন, পোভার্টি ফাইটার ফাউন্ডেশন, সিন্ধিয়া এবং এসএইচকে মার্ট। এর ভেতরে উই ফাউন্ডেশন ও পোভার্টি ফাইটার ফাউন্ডেশন দুটি মূলত সেবামূলক প্রতিষ্ঠান। স্টল দু’টিতে ছোট বাচ্চাদের নিয়ে তাদের বিভিন্ন কার্যক্রম প্রদর্শিত হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/জাই