Friday, June 24th, 2016
শেষ হলো ‘বসগিরি’ দ্বিতীয় লটের শুটিং
June 24th, 2016 at 8:32 pm
শেষ হলো ‘বসগিরি’ দ্বিতীয় লটের শুটিং

ঢাকা: চলতি বছরের আলোচিত সিনেমা গুলোর একটি হলো ‘বসগিরি’। ছবিতে বসের ভূমিকায় অভিনয় করেছেন ঢালিউড কিং খান শাকিব এবং নায়িকা বুবলি চরিত্রে অভিনয় করেছেন নবাগতা শবনম বুবলি। আসছে কোরবানি ঈদে মুক্তি দেয়ার লক্ষে দ্রুত গতিতেই চলছে শামীম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’ ছবির শুটিং। ইতোমধ্যে ছবির দ্বিতীয় লটের শুটিং শেষ হয়ছে।

shakib (1)

পরিচালক রনি জানালেন, এই লটের শুট শেষ হলে ৮০ ভাগ কাজ শেষ হয়ে যাবে। তারপর বিরতি দিয়ে আবার ঈদের আগে কাজ শুরু হবে।  ঈদের পরই গানের শুট করতে ব্যাংকক যাবে বসগিরির টিম।

এর আগে বিএফডিসিতে দেখা যায় ‘বসগিরি’ ছবির শুটিং। সেখানে দেখা যায় রাজপথে অসংখ্য মানুষ। তাদের হাতে বাহারি ব্যানার, ফেস্টুন। সেইসব ব্যানারে লেখা বস+বুবলি/ বুবলি, তুমি শুধু আমার…. ইত্যাদি। লোকগুলো স্লোগানও দিচ্ছেন- ‘তোমার ভাবি, আমার ভাবি বুবলি ভাবি বুবলি ভাবি… ইত্যাদি। তাদের নেতৃত্বে আছেন শাকিব ও তার চ্যালা মাজুনন মিজান।

shakib

এদিকে নির্মাতা রনি মুখ খুললেন আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ছবি মেন্টাল নিয়েও। বললেন, ‘সব ঝামেলা চুকিয়ে মেন্টাল রোজার ঈদেই মুক্তি পাবে। ছবিটির নাম নিয়ে অনেক ঝামেলা হয়েছে। আমরা চেষ্টা করবো মেন্টাল নামেই মুক্তি দিতে। তারপরও যদি সেন্সরের সঙ্গে না বনে, তবে রুচিশীল কোনো নাম নিয়েই হলে আসবে ছবিটি।’

shakib (2)

প্রসঙ্গত , ১৩ জুন শামীম আহমেদ রনির ছবি ‘বসগিরি’র শুটিং বন্ধ করে দেয় সহকারী পরিচালক সমিতির সংগঠন ‘সিডাব’। পরে সমঝোতার ভিত্তিতে শুটিং শুরু হয়। দীর্ঘদিনের নিয়ম অনুযায়ী, ছবি নির্মাণ করতে হলে সিডাব থেকে একজন করে সহকারী পরিচালক নিতে হয়। তবে এই ছবির ক্ষেত্রে সে নিয়ম মানা হয়নি। আর এ কারণে সিডাবের পক্ষ থেকে দুপুরবেলা স্পটে গিয়ে শুটিং বন্ধ করতে বলা হয় পরিচালককে। ছবি: জীবন আহামেদ

নিউজনেক্সটবিডি ডটকম/এএ/জাই

 


সর্বশেষ

আরও খবর

নতুন মৌলিক গান “তুমি হারালে কোথায়?”

নতুন মৌলিক গান “তুমি হারালে কোথায়?”


করোনায় আক্রান্ত তাহসান

করোনায় আক্রান্ত তাহসান


মুজিববর্র্ষে লন্ডনে জয় বাংলা ব্যান্ডের রঙ্গিন ভালবাসা

মুজিববর্র্ষে লন্ডনে জয় বাংলা ব্যান্ডের রঙ্গিন ভালবাসা


গ্রেপ্তার হলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী

গ্রেপ্তার হলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী


সপরিবারে কোয়ারেন্টাইনে দেব

সপরিবারে কোয়ারেন্টাইনে দেব


বিটিভিতে ম্যাগাজিন অনুষ্ঠান ‘বাংলার মুখ’

বিটিভিতে ম্যাগাজিন অনুষ্ঠান ‘বাংলার মুখ’


হুট করেই বিয়ে পরীমনির, ৫ মাসেই ভাঙল সংসার!

হুট করেই বিয়ে পরীমনির, ৫ মাসেই ভাঙল সংসার!


এফডিসিতে ৫ গরু কোরবানি দিচ্ছেন পরীমনি

এফডিসিতে ৫ গরু কোরবানি দিচ্ছেন পরীমনি


করোনার মধ্যেই বিয়ে করলেন কর্নিয়া

করোনার মধ্যেই বিয়ে করলেন কর্নিয়া


ঐশ্বরিয়া-আরাধ্য করোনা নেগেটিভ, চিকিৎসাধীন অমিতাভ-অভিষেক

ঐশ্বরিয়া-আরাধ্য করোনা নেগেটিভ, চিকিৎসাধীন অমিতাভ-অভিষেক