
এখন এক দিকেই তাকিয়ে আছে বিশ্ব। হিলারি নাকি ট্রাম, কে হবেন মার্কিন প্রেসিডেন্ট? এমন প্রশ্নের উত্তর খুঁজতেই ব্যস্ত সবাই। ভোট শেষেই প্রকৃত ফলাফল জানা যাবে। তবে আগাম বিভিন্ন জরিপের ফলাফলে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে বলে আভাস পাওয়া গেলেও পরিসংখ্যান বলছে, শেষ মুহূর্তেও ডোনাল্ড ট্রাম থেকে অনেকটাই এগিয়ে আছেন হিলারি ক্লিনটন।
হিলারি ক্লিনটনের জয়ী হওয়ার সম্ভাবনা প্রায় ৭২ ভাগ। নির্বাচন শুরুর একেবারে আগের মুহূর্তে এ সম্ভাবনার কথা বলেছেন মার্কিন নির্বাচন বিশ্লেষক নেট সিলভার। ২০১২ সালের নির্বাচনে ৫০টি অঙ্গরাজ্যের সব কটির ফলাফল নিয়ে তিনি আগাম বিশ্লেষণ করেছিলেন। আর তার সেই বিশ্লেষণ মিলেও গিয়েছিল।
নেট সিলভার এখন পরিসংখ্যানগত উপাত্ত বিশ্লেষণকারী ওয়েবসাইট ফাইভ থার্টি এইট বলা হচ্ছে, হিলারির জয়ের সম্ভাবনা ৭১ দশমিক ৬ শতাংশ। আর ডোনাল্ড ট্রাম্পের সম্ভাবনা ২৮ দশমিক ৪ শতাংশ।
ব্রিটিশ পত্রিকা টেলিগ্রাফের বিভিন্ন জরিপে হিলারির এগিয়ে যাওয়ার আভাস পাওয়া গেছে। এছাড়া বিবিসির জরিপেও প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের চেয়ে চার পয়েন্টে এগিয়ে রয়েছেন হিলারি।
রাজনীতিতে একেবারে আনাড়ি ট্রাম্প যে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী মনোনীত হবেন তা প্রথমে কেউ বিশ্বাস করতে না চাইলেও তাই ঘটেছে। এবং তিনি অভিজ্ঞ রাজনীতিবিদ হিলারির সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলেছেন। কোন কোন রাজ্যে ট্রাম্পের এগিয়ে যাওয়ার আভাসও পাওয়া গিয়েছে প্রাক নির্বাচনি জরিপে। এমনকি নিউ হ্যাম্পশায়ারের তিনটি গ্রামে অনুষ্ঠিত মধ্যরাতের ভোটের ফলাফলেও এগিয়ে ছিলেন তিনি।
গ্রন্থনা: ফারহানা করিম, সম্পাদনা: সজিব ঘোষ