
ঢাকা: জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু জাদুঘরের দর্শনার্থীদের কঠোরভাবে চেকিং করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, ‘শোক দিবসে বঙ্গবন্ধু জাদুঘরের দর্শনার্থীদের প্রত্যেককেই কঠোরভাবে চেকিং করা হবে। নারীদের চেক করার জন্য যথেষ্ট নারী পুলিশ দায়িত্বে থাকবেন।’
শনিবার দুপুরে ধানমন্ডির ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে শোক দিবসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের বিফ্রিংকালে তিনি এসব কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘বঙ্গবন্ধু জাদুঘরের প্রতিটি প্রবেশ ও বের হওয়ার পথে আর্চওয়ে থাকবে, সেটির নিচ দিয়েই দর্শনার্থীদের যেতে হবে। তবে আমি সকল দর্শনার্থীদের অনুরোধ করবো তারা যেন ব্যাগপ্যাক, ভ্যানিটি ব্যাগ, পার্টস, ছুরি-চাকু, গ্যাস লাইটার ইত্যাদি জাতীয় জিনিস সঙ্গে না নিয়ে আসেন।’
তিনি বলেন, ‘আমরা পুরো এলাকাকেই ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করে নেবো। রাপা প্লাজা, রাসেল স্কয়ারসহ পুরো এলাকাই আমরা সুরক্ষিত রাখবো। কোন ধরণের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেজন্য সবাই কলাবাগান মাঠে একত্র হবেন। সেখান থেকে পায়ে হেটে জাদুঘরের দিকে অগ্রসর হবেন।’
ডিএমপি কমিশনার বলেন, ‘রাসেল স্কয়ার থেকে সোবহানবাগ মসজিদ পর্যন্ত রাস্তার পশ্চিমপাশে কোন ধরণের যানবাহন চলবে না এবং কেউ গাড়ি পার্কিং করতে পারবেন না। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ১৫ আগস্ট পর্যাপ্ত পুলিশ মোতায়েনসহ গোয়েন্দারাও সতর্কাবস্থানে থাকবে।’
শোক দিবসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে সুশৃঙ্খল থাকে সেজন্য সম্মানিত নগরবাসী এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন ঢাকার পুলিশ কমিশনার।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এসআই