
ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে ১৫ আগস্ট বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও টেলিভিশন ইনস্টিটিউটের যৌথ আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সকাল ৬টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে তথ্য মন্ত্রণালয় ও এর অধীনস্থ অধিদফতরের সাথে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে অনুষ্ঠানের সূচনা করবেন।
বিকাল ৪টায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের যৌথ আয়োজনে শাহবাগস্থ গণগ্রন্থাগার অধিদপ্তরের শওকত ওসমান মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ’ (তথ্যচিত্র) প্রদর্শন, ৪টা ২৫ মিনিটে ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন’ (তথ্যচিত্র) প্রদর্শন, ৫টায় ‘ঢাকা স্টেডিয়ামে মুক্তিযোদ্ধাদের অস্ত্র সমর্পণ’ (তথ্যচিত্র) এবং ৫টা ৩০ মিনিটে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আগুনের পরশমনি’ প্রদর্শিত হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/এমএস/এসজি