শোক পালনে আ’লীগের সভা

ঢাকা: জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে এক আলোচনা সভার ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে।
সোমবার দলটির দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করবেন লীগ সভাপতি শেখ হাসিনা। এছাড়াও জাতীয় নেতৃবৃন্দ ও দেশবরেণ্য বুদ্ধিজীবীগণ আলোচনায় অংশ নেবেন।
এদিকে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সভায় আওয়ামী লীগ, সহযোগী, ভ্রাতৃপ্রতিম ও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের আমন্ত্রিত সকলকে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি