
ডেস্ক : ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) তরুণ ফাস্ট বোলারদের উন্নতিকল্পে সাবেক স্পীডস্টার শোয়েব আখতারের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বোর্ডের একটি সূত্র জানিয়েছে, পিসিবির কাছ থেকে প্রস্তাবে রাজি হয়েছেন আখতার এবং এখন উভয় পক্ষ চুক্তি চূড়ান্ত করতে আলাপ আলোচনা করছে। সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ ইতোমধ্যেই ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন এবং পিসিবি স্পিনারদের মনিটরিং করতে অফ স্পিনার তৌসিফ আহমেদ ও লেগ স্পিনার মুশতাক আহমেদকেও নিয়োগ দেয়া কথা ভাবছে।
এখনো ক্যারিয়ার শেষ না করা অভিজ্ঞ টেস্ট ব্যাটসম্যান ইউনিস খানের নামেও ইতোমধ্যেই নর্থ ওয়াজিরিস্তান এজেন্সির মিরানশাতে একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে, যা নির্মাণ করেছেন পাকিস্তান সেনাবাহিনী। পিসিবি ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যকার ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামটি উদ্বোধন করা হবে।
সম্পাদনা: জাবেদ