শ্যামপুরে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

ঢাকা: রাজধানীর শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, শাহজাহান সাজু (৩৪) ও মনির (২২)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার রাতে ডিবি (পশ্চিম) এর অস্ত্র উদ্ধারের একটি দল শ্যামপুরের জুরাইন এলাকার চিশতিয়া মাজার শরীফের সামনে অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ।
মাসুদুর রহমান বলেন, অভিযানের নেতৃত্ব দেন ডিবি (পশ্চিম) অস্ত্র উদ্ধার দলের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার স্নিগ্ধ আখতার। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শ্যামপুর থানায় মামলা প্রক্রিয়াধীন।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এমএস/ওয়াইএ