শ্রদ্ধাকে শত্রু ভাবেন না আলিয়া!

ডেস্ক: শ্রদ্ধা কাপুর আর আলিয়া ভাটের শত্রুতার গল্প কারোরই অজানা নয়। বলিউডের বাতাসে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জণ লেগেই থাকে। শ্রদ্ধার ‘বাঘি’ ছবির সাফল্যের পার্টিতে আলিয়া যান নি বলেই অনেকে এমনটা ধারণা করছেন। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন তিনি শ্রদ্ধাকে মোটেও শত্রু মনে করেন না।
আলিয়া জানান, ‘তাদের মধ্যে কোনও ঝগড়া হয়নি। তারা প্রতিদিনই একে অপরের সঙ্গে কথা বলেন।’
তবে ‘বাঘি’ সিনেমার সাফল্য পার্টিতে কেন যান নি আলিয়া? উত্তরে আলিয়া জানান, তিনি তার আপকামিং ছবি উড়তা পাঞ্জাবের শুটিংয়ের জন্য ব্যস্ত ছিলেন। তাই ছবির ব্যস্ততার জন্যই ‘বাঘি’র পার্টিতে যেতে পারেননি আলিয়া।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস