
ঢাকা: আশুলিয়ার পোশাক শ্রমিকরা কাজে না ফিরলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘আমি শ্রমিকদের আহ্বান জানাচ্ছি, আপনারা কাজে যোগ দিন। আমার এই অনুরোধের পর যদি আপনারা কর্মক্ষেত্রে না যান তাহলে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।’
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। মুজিবুল হক চুন্নু বলেন, ‘দেশের ৫৪৩টি ট্রেড ইউনিয়ন থেকে আমাদের কোনো লিখিত কিংবা মৌখিক দাবি জানানো হয়নি। কোন দাবিতে এ আন্দোলন হচ্ছে তা কেউ জানেন না। সুতরাং এ আন্দোলন সম্পূর্ণ অযৌক্তিক, অনৈতিক ও বেআইনি।’
তিনি বলেন, ‘আমি মনে করি দেশের রপ্তানী বাণিজ্যকে বাধাগ্রস্ত করতে দেশি বিদেশি ষড়যন্ত্র করা হচ্ছে। সরকার তার নিজস্ব গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন মাধ্যমে এই চক্রান্তকারীদের শনাক্ত করার চেষ্টা করছে।’
এদিকে সর্বনিম্ন মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণের দাবিতে অষ্টম দিনের মতো চলছে আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমিক বিক্ষোভ। মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ শুরু করেন শ্রমিকদের একাংশ।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো কারখানায় প্রবেশ করেন শ্রমিকরা। তবে কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করতে শুরু করেন। এসময় কারখানার মালিকপক্ষের লোকেরা শ্রমিকদের দাবির বিষয়ে সমঝোতার বিষয়টি তুলে ধরেন। তবে এরপরেও শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে কারখানা থেকে বেরিয়ে রাস্তায় নামেন তারা।
জানা যায়, শ্রমিকদের বিক্ষোভের মুখে ১০টি কারখানা বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানগুলোর মালিকরা। এ বিষয়ে সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ বলেন, ‘পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। কোথাও কোনো ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেনি।’
আশুলিয়া থানা সংলগ্ন একটি পোশাক কারখানার শ্রমিক আয়শা বলেন, ‘কারখানায় ছুটি দিলো, তাই চলে যাচ্ছি।’ সুজন নামে অপর এক শ্রমিক বলেন, ‘মালিকপক্ষ যে মজুরি দেয় তা দিয়ে চলা যায় না। বেতন বাড়লে কামে যামু।’
গ্রন্থনা: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা: সজিব ঘোষ