
ঢাকা: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লভ্যাংশের ৯ কোটি ৭৬ লাখ টাকা দিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ও যমুনা অয়েল কোম্পানি। সচিবালয়ে মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর কাছে প্রতিষ্ঠান দুটির প্রতিনিধিরা অনুদানের চেক হস্তান্তর করেন।
যমুনা অয়েল কোম্পানির উপ-ব্যবস্থাপক (অর্থায়ন) নাজমুল হকের নেতৃত্বে প্রতিনিধি দল শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর হাতে ৩ কোটি ১৯ লাখ টাকার চেক তুলে দেন। এরপর ব্রিটিশ আমেরিকার টোব্যাকোর পরামর্শক (করপোরেট অ্যাফেয়ার) আখতার এ খানের নেতৃত্বে প্রতিনিধি দল ৬ কোটি ৫৭ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
২০০৬ সালের শ্রম আইন (২০১৩ সালে সংশোধিত) অনুযায়ী, উৎপাদনশীল প্রতিষ্ঠানের এক বছরের নিট লভ্যাংশের ৫ শতাংশের মধ্যে চার শতাংশ অর্থ নিজ কোম্পানির শ্রমিকদের জন্য বরাদ্দ থাকে। বাকি এক শতাংশের অর্ধেক প্রতিষ্ঠানের নিজস্ব শ্রমিক কল্যাণ তহবিলে বাকি অর্ধেক শ্রম মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা দিতে হয়।
চেক হস্তান্তরের সময় শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার উপস্থিত ছিলেন।
নিউজনেক্সটবিডিডটকম/ডিএম/এসকেএস