
ঢাকা: দাবি আদায়ে শ্রমিকদের লাগাতার ১০ দিনের বিক্ষোভ সামালে বৈঠকে বসছেন নৌপরিবহন মন্ত্রী ও জাতীয় শ্রমিক লীগের নেতারা। বুধবার বিকাল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নৌমন্ত্রী ও জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি শাজাহান খানের সঙ্গে শ্রমিক নেতাদের এ বৈঠক হবে বলে রেডিমেট গার্মেন্টস ওয়ার্কারস ফেডারেশন সূত্রে জানা গেছে।
জানা গেছে, শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে বুধবার দুপুর পর্যন্ত সাভারের আশুলিয়ায় ৫৯টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে। ফলে সেখানকার শ্রমিকদের মধ্যে চরম হতাশা বিরাজ করলেও আন্দোলন অব্যাহত রয়েছে।
ফেডারেশন সূত্র জানায়, আশুলিয়ার প্রতিটি কারখানায় নোটিশ টানিয়ে দিয়েছেন কারখানা মালিকরা। এতে অনেক শ্রমিক কাজ যোগ দিতে এসে ফিরে গেছেন। আশুলিয়ার ৫২টি শ্রমিক ফেডারেশন মিলে আজ বিকাল ৩টায় নৌমন্ত্রী শাজাহান খানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে। বৈঠকে সিদ্ধান্ত হবে পরবর্তী করণীয় কি হবে।
জানা গেছে, আশুলিয়ায় ৫৫টি কারখানায় ন্যূনতম তিন হাজার করে শ্রমিক ধরলেও এক লাখ ৬৫ হাজার শ্রমিক এখন শঙ্কার মধ্যে আছে। কারণ কারখানা মালিকরা ঘোষণা দিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে। মালিকদের এই সিদ্ধান্ত শ্রমিকবান্ধব নয়।
প্রসঙ্গত, গত নয় দিন ধরে সাভারের আশুলিয়ায় শ্রম অসন্তোষ বিরাজ করছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তীতে গত সোমবার রাতে শ্রমিকদের সঙ্গে বৈঠেকের পরে শ্রমিকরা কাজে যোগদানের প্রতিশ্রুতি দিলেও তা তারা রক্ষা করেনি।
মঙ্গলবার বিকালে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, আমাদের উদ্যোক্তারা বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য আশুলিয়া এলাকায় তাদের কারখানাগুলো বন্ধ করতে বাধ্য হয়েছেন। এদিকে আজও বন্ধ করা হয়েছে ৪ কারখানা।
অপরদিকে শ্রমিকদের এ আন্দোলনের তৃতীয় পক্ষের ইন্ধন আছে বলে মনে করছেন একাধিক মন্ত্রী। আর মালিকরা ক্ষতি এড়াতে একের পর এক কারখানা বন্ধ করছে। সর্বশেষ বিজিবি মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।
প্রতিবেদক: রিজাউল করিম, সম্পাদনা: জাহিদ