
স্পোর্টস ডেস্কঃ আসন্ন শ্রীলঙ্কার সাথে সিরিজকে লক্ষ্য করে ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন দীর্ঘদিন ধরে উপেক্ষিত থাকা ওপেনার ইমরুল কায়েস।
৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে ইমরুল কায়েস সবশেষ খেলেছেন ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অবশেষে প্রায় তিন বছর পর জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পেলেন। এছাড়া নিউজিল্যান্ড সফর ও শ্রীলঙ্কা সফর থেকে নিজেকে সরিয়ে নেওয়া সাকিবও আছেন এই প্রাথমিক দলে। রয়েছেন মোস্তাফিজও। তিনি আইপিএলের কারণে চলমান টেস্ট সিরিজ খেলেননি।
প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে রবিবার থেকেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন ক্যাম্প। রবিবার শুরু হওয়া এই ক্যাম্প চলবে ৫ মে পর্যন্ত। এক দিন বিশ্রাম দিয়ে আবার ৭, ৮ ও ৯ মে তিনদিনের ক্যাম্প চলবে। এর পর ১০ থেকে ১৭ মে ঈদের ছুটি দেওয়া হবে। ঈদের ছুটির পর চূড়ান্ত দলে ডাক পাওয়াদের করোনা পরীক্ষা শেষে জৈব সুরক্ষা বলয়ে ঢুকিয়ে তার পর শুরু হবে চূড়ান্ত অনুশীলন।
প্রাথমিক দল: তামিম ইকবাল, নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।
চলতি মাসের শেষ সপ্তাহে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা।