
স্পোর্টস রিপোর্টার: গত বছরই ইনজুরিতে পড়েছিলেন কাটার মাস্টার মুস্তফিজুর রহমান। ইনজুরির কারণে নিউজিল্যান্ড সিরিজ ও ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট ম্যাচে খেলতে পারেননি। পারেননি ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধেও মাঠে নামতে। ফিজের এমন ইনজুরির কারণে হতাশ ছিলেন সমর্থকরাও। অভিষেকের শুরু থেকেই বল হাতে মাঠে উজ্জ্বল ছিলেন সাতক্ষীরা এক্সপ্রেস। ইনজুরির ধকল কাটিয়ে উঠতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি নিজেও।
সর্বশেষ ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচে মাঠে নামা না হলেও নিজের ফিটনেস পরীক্ষা দেয়ার জন্য ঘরোয়া ক্রিকট লিগ বিএসএল’এ খেলেছেন। সেখানে বল হাতে আগুণের ফুলকি ছড়িয়েছেন। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে দুই ম্যাচের চার ইনিংসে বোলিং করেছেন মোট ৪৮ ওভার বল করে ১০২ রানের বিপরীতে নিয়েছেন ৪টি উইকেট। অনেক দিন পর যেনো বল করে আবারো নিজেকে ফিরে পেয়েছেন ফিজ।
নিজেকে ফিরে পাওয়ার এ লড়াইয়ে অনেকটাই জয়ের পথে মুস্তাফিজ। বিএসএল’এ নিজেকে প্রমাণ করায় এখন শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। সব কিছু ঠিক থাকলে লঙ্কানদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজেই আবারো বল হাতে দেখা যাবে তরুণ এ তুর্কীকে।
নিজের ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ের বিষয়ে মুস্তাফিজ বলেন, ‘আমি প্রাণপণ চেষ্টা করছি। নেটে নিয়মিত অনুশীলন করছি। প্রতিদিনই টানা ছয়-সাত ওভার করে বোলিং করছি। এখন আর ব্যথা অনুভব হচ্ছে না। শ্রীলঙ্কা সফর নিয়ে আমি আশাবাদী। এ সময়ের মধ্যে নিজেকে শতভাগ ফিট করতে চাই। শ্রীলঙ্কা সফর নিয়ে আমি শতভাগ আশাবাদী। বাকিটা নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর। তারা এ ব্যাপারে ভালো সিদ্ধান্তই নেবেন।’