
ঢাকা: ভালো কাজের স্বীকৃতি হিসেবে শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
চলতি মাসে মহানগরীর শ্রেষ্ঠ পুলিশ বিভাগ নির্বাচিত হয়েছে মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হয়েছেন এবিএম জাকির হোসেন (পল্লবী জোন), শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) শিকদার মোঃ শামীম হোসেন (কাফরুল থানা), শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল বাশার মুহাম্মদ আসাদুজ্জামান (ভাষানটেক থানা) , শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অপারেশনস) সাইফুল ইসলাম (কদমতলী থানা) , শ্রেষ্ঠ এসআই যৌথভাবে এসআই মোঃ মঈন উদ্দিন (দারুস সালাম থানা) ও এসআই মোঃ মাসুদুর রহমান (মিরপুর মডেল থানা), শ্রেষ্ঠ এএসআই যৌথভাবে এএসআই হেলাল উদ্দিন (মতিঝিল থানা) ও এএসআই শ্রী বিলাস সরকার (বংশাল পুলিশ ফাঁড়ি)।
শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল বাশার মুহাম্মদ আসাদুজ্জামান (ভাষানটেক থানা), শ্রেষ্ঠ বিস্ফোরক উদ্ধারকারী অফিসার শাহেন শাহ, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন), শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার এসআই মোঃ মঈন উদ্দিন (দারুসসালাম থানা), শ্রেষ্ঠ চোরাই গাড়ি উদ্ধারকারী অফিসার এসআই মোঃ ইয়াহিয়া (মোহাম্মদপুর থানা), শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই মোঃ রাশেদুজ্জামান বেগ (মিরপুর মডেল থানা)।
এছাড়া গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগে শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে গোয়েন্দা ও অপরাধতথ্য পূর্ব বিভাগ, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মোঃ মঈনুল ইসলাম (ডেমরা জোনাল টিম)- ডিবি-পূর্ব বিভাগ, চোরাই গাড়ি উদ্ধারে শ্রেষ্ঠ টিম যৌথভাবে মোঃ রফিকুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার,(ডিবি-দক্ষিণ) ও মাহমুদ নাসের জনি, (ডিবি-পশ্চিম), অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ টিম মোঃ ইকবাল হোসাইন (সিনিঃ সহকারী পুলিশ কমিশনার)- ডিবি-পূর্ব বিভাগ, মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম, মঈনুল ইসলাম( ডেমরা জোনাল টিম)- ডিবি-পূর্ব বিভাগ, জঙ্গি গ্রেফতারে শ্রেষ্ঠ টিম, আহমেদুল ইসলাম, সিনিঃ সহকারী পুলিশ কমিশনার, ডিবি-দক্ষিণ ও অজ্ঞান/মলম পার্টির গ্রেফতারে শ্রেষ্ঠ টিম মোঃস্নিগ্ধা আখতার, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার- ডিবি পূর্ব বিভাগ।
ট্রাফিকের শ্রেষ্ঠ বিভাগ, ট্রাফিক-পূর্ব বিভাগ , শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার, মোঃ জাহাঙ্গীর আলম (রামপুরা ট্রাফিক জোন), শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর, মোঃ রাজ্জাক হাওলাদার, (মিরপুর ট্রাফিক জোন), শ্রেষ্ঠ সার্জেন্ট মোঃ আল আমিন (মোঃপুর ট্রাফিক জোন), শ্রেষ্ঠ টিএসআই/ সুশান্ত কুমার, মতিঝিল ট্রাফিক জোন।
বিট পুলিশিং এ শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে ওয়ারী বিভাগ, বিট পুলিশিং এ অংশ গ্রহণকারী এডিসিদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন এডিসি (মতিঝিল বিভাগ) মোঃ তারিক বিন রশিদ। বিট পুলিশিং এ অংশ গ্রহণকারী সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন এবিএম জাকির হোসেন, সিনিঃ সহকারী পুলিশ কমিশনার(পল্লবী জোন), এবিএম জিয়াউল করিম, সিনিঃ সহকারী পুলিশ কমিশনার (ক্যান্টনমেন্ট জোন), মোঃ বদরুল হাসান (সহকারী পুলিশ কমিশনার), পেট্রোল কোতোয়ালী জোন, আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ, সিনিঃ সহকারী পুলিশ কমিশনার, বাড্ডা জোন।
বিট পুলিশিং এ অংশগ্রহণকারী অফিসার ইনচার্জদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন, মোঃ আঃ কুদ্দুস ফকির, সবুজবাগ থানা, মোঃ আবু বকর মিয়া, উত্তরা-পূর্ব থানা, মোঃ শামীম অর রশিদ, চকবাজার থানা, মোঃ আবুল হাসান, কোতোয়ালী থানা, মোঃ আলী হোসেন খান, উত্তরা-পশ্চিম থানা।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/জাই