ষষ্ঠ দিনে আরো ১০ জঙ্গি আটক

ঢাকা: দেশব্যাপী জঙ্গিবিরোধী বিশেষ অভিযানের ষষ্ঠ দিনে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জন জঙ্গিকে আটক করেছে পুলিশ। এ নিয়ে ৬ দিনে ১৭৬ জন জঙ্গিকে আটক করা হলো। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ রেঞ্জের শেরপুর জেলা, রাজশাহী রেঞ্জের রাজশাহী জেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলা, রংপুর রেঞ্জের রংপুর জেলা, দিনাজপুর জেলা, পঞ্চগড় জেলা, বরিশাল রেঞ্জের বরগুনা জেলা ১ জন করে মোট ৭ জেএমবি সদস্যকে আটক করা হয়েছে।
নওগাঁ জেলায় ২ জেএমবি সদস্যকে আটক করা হয়। এছাড়া ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হিজবুত তাহরীরের ১ সদস্যকে আটক করেছে। আটক জঙ্গিদের কাছ থেকে ২টি ককটেল, ১টি হাসুয়া এবং ৭টি লিফলেট উদ্ধার করা হয়েছে বলেও জানান কামরুল আহছান।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এমএস/এসআই