সংক্ষিপ্ত সংবাদ: সন্ধ্যা ৬টা

ডেস্ক: বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন না করলে মঙ্গলবার রাত ১২টার মধ্যে বন্ধ করে দেয়া হবে সব মোবাইল ফোনের সিম কার্ড। তাই শেষ দিনে সব মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে সিম নিবন্ধন করতে সকাল থেকেই ভিড় করেন গ্রাহকরা।
- এবার সালাউদ্দিনের ঘোড়া নামের ফেসবুক পেজে ছবি প্রকাশ করে চারজন ব্লগারকে হত্যার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। হুমকিপ্রাপ্তরা হলেন: আসিফ মহিউদ্দিন, সানিউর রহমান, শাম্মি হক ও অনন্য আজাদ। এই চারজন ব্লগারই বর্তমানে প্রবাসে রয়েছেন।
- বান্দরবানে জনসংহতি সমিতির (জেএসএস) সহযোগী সংগঠন যুব সমিতির নেতা সুনীল চাকমাকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার কুহালং ইউনিয়নের কিবুকপাড়া থেকে মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহার তনু হত্যাকান্ডের বিষয়ে ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাওয়ার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে হাইকোর্টে। মানবাধিকার সংগঠন আইন ও শালিস কেন্দ্র বাদী হয়ে এই রিট আবেদনটি করেছে।
- বরগুনার আলোচিত ১০ বছরের শিশু রবিউল আউয়াল হত্যা মামলায় আসামি মেরাজের ফাঁসির আদেশ দিয়েছেন বরগুনা জেলা দায়রা জজ আদালত। মঙ্গলবার বেলা পৌনে ১২ টার দিকে আদালত এ রায় ঘোষণা করেন।
- আশুলিয়ার জামগড়া বাজারে বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতি ও হত্যার ঘটনায় ছয়জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এ আদেশ দেন।
- ভারতের মহারাষ্ট্রের পুলগাঁওতে দেশটির সবচেয়ে বড় অস্ত্রগারে আগুন লেগে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন সামরিক কর্মকর্তা রয়েছেন। সোমবার রাত একটার দিকে অস্ত্রাগারটিতে তীব্র আগুন লাগে।
নিউজনেক্সটবিডি ডটকম/বিআর