সংবাদ সংক্ষেপঃ বেলা ১২টা

ডেস্কঃ পাবনার নাটোরের খ্রিস্টান দোকানি, চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু ও ঝিনাইদহে হিন্দু পুরোহিতকে হত্যার রেশ কাটতে না কাটতেই এবার পাবনা সৎসঙ্গ আশ্রমের এক সেবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটল। শুক্রবার ভোর ৫টার দিকে সদর উপজেলার হেমায়েতপুরের মানসিক হাসপাতালের গেইটের কাছে এ ঘটনাটি ঘটে।
- ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ধর্মঘটের মাধ্যমে ইউরো-২০১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে বিঘ্ন সৃষ্টিকারীদের সতর্ক করে দিয়েছেন। বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট জানান, প্রত্যেকের দায়িত্ব রয়েছে কোন রকম বিঘ্ন ছাড়াই টুর্নামেন্ট যেন সুষ্ঠুভাবে চলে তা নিশ্চিত করা।
- ঢাকা-সিলেট মহাসড়কে শুক্রবার থেকে বুধবার (২২ জুন) ভোর পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীর ওপর শেরপুর সেতুর সংস্কারকাজের জন্য ১৩ দিন এ সড়কে যান চলাচল বন্ধ রাখা হচ্ছে।
- মাদারীপুরের রাজৈর উপজেলায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ২জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে রাজৈর উপজেলার সাধুরব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজৈর থানার ওসি আনোয়ার হোসেন ভূঁইয়া নিউজনেক্সটবিডি ডটকম’কে এ খবর নিশ্চিত করেন।
- যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন পেতে প্রয়োজনীয় প্রতিনিধির সমর্থন পাবার পর এবার প্রেসিডেন্ট বারাক ওবামার আনুষ্ঠানিক সমর্থন পেয়েছেন হিলারি ক্লিনটন। হিলারির টুইট করা এক ভিডিও মেসেজে ওবামাকে বলতে শোনা যায়, প্রেসিডেন্ট পদের জন্য যেকোনো সময়ের বিচারে হিলারিই হয়ত সবচেয়ে যোগ্য প্রার্থী।
- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ৪টি প্রতিষ্ঠানে ১২জনকে চাকরি দেয়া হবে। আগ্রহীরা আগামী ১৭ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
- মুসলিম রেনেসাঁর বাঙালি কবি ফররুখ আহমদের ৯৮তম জন্মদিন শুক্রবার। ১৯১৮ সালে (তৎকালীন যশোর জেলার অন্তর্গত) মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে জন্মগ্রহন করেন কবি ফররুখ আহমদ। তার বাবা সৈয়দ হাতেম আলী ছিলেন একজন পুলিশ ইন্সপেক্টর। ফররুখ আহমদের মায়ের নাম রওশন আখতার।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি