সংবাদ সংক্ষেপঃ বেলা ১২টা

ঢাকাঃ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে আদালতের উদ্দেশে রওনা দেন তিনি।
- বাংলাদেশ ও পাকিস্তানকে অখণ্ড ভারতের অংশ বলে কট্টরপন্থি হিন্দুদের দাবি পুরনো। কিন্তু তৃতীয় একটি মুসলিম দেশ স্বাধীন তিনটি মুসলিম দেশকে (বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান) অখণ্ড ভারতের অংশ হিসেবে দেখানোর ঘটনা এই প্রথম।
- ২০১৬-১৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে বুধবার বিকেল ৩টায়। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এটি হচ্ছে দেশের ৪৫তম ও আওয়ামী লীগ সরকারের ১৭তম এবং অর্থমন্ত্রীর ১০ম বাজেট।
- বিভিন্ন খবর নিয়ে বিশ্বের প্রভাবশালী মিডিয়াগুলোতে শিরোনাম হচ্ছে বাংলাদেশ। এর মধ্য থেকে উল্লেখযোগ্য কিছু শিরোনাম: রয়টার্স: বার্তা সংস্থাটি লিখেছে, নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়টিতে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি তদন্ত কমিটি।
- পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী রতনপুর গ্রামে মাদক চোরাকারবারিদের সঙ্গে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গোলাগুলিতে তরিকুল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
- আয়কর সংক্রান্ত মামলার শেষ দিনে বৃহস্পতিবার বার্সেলোনার আদালতে হাজির হচ্ছেন লিওনেল মেসি। সঙ্গে থাকার কথা তার মা সেলিয়া এবং বাবা হোর্সে ওরাসিও। লিও’র আইনজীবী এনরিকে ব্যাচিগালিপো বলেছেন, ‘লিও’র মধ্যে এই মামলা নিয়ে কোনও অস্থিরতা নেই। লিও আদালতে আসবে। বিচারপতির প্রশ্নের জবাবও দেবে।’
- সিরিয়ার অবরুদ্ধ শহরগুলোতে বিমান থেকে মানবিক সহায়তা ফেলার জন্য জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছে ফ্রান্স ও ব্রিটেন। গত মাসে ইন্টারন্যাশনাল সিরিয়া সাপোর্ট গ্রুপ (আইএসএসজি) দেশিটিতে জরুরি মানবিক সহায়তা পাঠানোর জন্য পহেলা জুনকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেয়।
- বলিউড তারকা ক্যাটরিনা কাইফ বর্তমানে ব্যস্ত রয়েছেন সিনেমার শুটিং নিয়ে। সিনেমার শুটিংয়ের ফাঁকেই সম্প্রতি ‘ভোগ’ ম্যাগাজিনের ফটোশ্যুটে অংশ নিয়েছেন। এতে আবেদনময়ীরূপে ক্যামেরার ফ্রেমে ধরা পড়েছেন ক্যাট। ক্যাট মানেই গ্ল্যামারের মোহনীয় ছটা। এই ফটোশ্যুটেও তেমনটাই দেখা গেল।
- গ্রীষ্মকালীন মিষ্টি, সুস্বাদু ও রসালো একটি ফল লিচু। শুধু খেতেই রসালো নয়, মৌসুমি এই ফল ভিটামিন ও খাদ্যশক্তির অন্যতম উৎস। এতে রয়েছে মানব শরীরের জন্য প্রয়োজনীয় খনিজ উপাদান। লিচুতে রয়েছে ভিটামিন ‘সি’ যা ত্বক, দাঁত ও হাড়ের জন্য ভালো। প্রতি ১০০ গ্রাম লিচুতে ৩১ মি.গ্রা ভিটামিন সি পাওয়া যায়।