সংবাদ সংক্ষেপঃ বেলা ৩টা

ডেস্কঃ পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘পুলিশের মনোবল ভেঙে দিতেই বাবুল আক্তারের স্ত্রী’কে হত্যা করা হয়েছে। আমরা পুলিশ সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তার বিষয় নিয়ে চিন্তা করছি। পুলিশ সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তার উদ্যোগ নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।’
- ময়মনসিংহের ত্রিশাল উপজেলার উজানপাড়া এলাকায় পিকআপ চাপায় স্কুল শিক্ষিকাসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
- বাংলাদেশে জঙ্গিদের টার্গেটের আওতা বাড়ছে বলে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ‘ওয়াশিংটন পোস্ট’র এক প্রতিবেদনে বলা হয়। এতে বলা হয়, গত বছর জঙ্গিদের লোমহর্ষক আক্রমনের শিকার হয়েছেন ধর্মনিরপেক্ষ ব্লগার- যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন।
- জব্দ হওয়া মোটর সাইকেলের সূত্র ধরে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর হত্যা রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ এমনটাই জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার ইকবাল বাহার। সোমবার সকালে সিএমপি সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। ইকবাল বাহার বলেন, ‘আজ এই নিয়ে এ্যাকশান হবে, আগামী কাল (মঙ্গলবার) কিছু সংবাদ হয়তো দিতে পারবো।’
- পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। রোববার সংগঠিত এই হত্যাকাণ্ডে পুলিশ বাদি হয়ে পাচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সোমবার ভোর রাতের দিকে নগরীর বাদুর তলা এলাকায় ‘বড় গ্যারেজ’র সামনে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
- যেসব নারী মাতৃত্বকে প্রত্যাখ্যান করেন তারা অপরিণত ও অসম্পূর্ণ বলে মন্তব্য করেছের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। নারীদেরকে এ সময় অন্তত তিনটি সন্তান নেয়ার আহবান জানান তিনি।
- রেকর্ডটা রজার ফেদেরারেরও নেই। ১২ মাসে টানা চারটি গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড ছিল আর মাত্র দু’জনের। এবার তৃতীয় ব্যক্তি হিসেবে সেই রেকর্ডটিতে নিজের নাম যোগ করে নিলেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ।
- শিডিউল মেলাতে ভারত থেকে যুক্তরাজ্য, যুক্তরাজ্য থেকে ভারত; দেশের মাটিতে যেন পা-ই পড়ছিল না নুসরাত ফারিয়ার! এবার নতুন চলচ্চিত্রের কাজে বান্দরবানের পাহাড়ি সবুজ এলাকায় কিছুদিন কাটাতে হবে তাকে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি