সংবাদ সংক্ষেপঃ মধ্যরাত

ডেস্ক: বাংলাদেশের সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। আন্তর্জাতিক অপরাধ আদালতেরও একজন প্রসিকিউটর তিনি। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই’র বরাত দিয়ে খবরটি এ ছেপেছে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইন ও হিন্দুস্তান টাইমস পত্রিকা।
- যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো শহরে ‘পালস’ নামের নাইটক্লাবে এক বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০-এ উঠেছে। শহরের মেয়র এই সংখ্যা নিশ্চিত করে বলেছেন আহতের সংখ্যা অন্তত ৫৩। খবর বিবিসির। বিবিসি এবং আমেরিকান সংবাদ চ্যানেলগুলো জানাচ্ছে, আক্রমণকারী বন্দুকধারীর নাম ওমর মতিন এবং তার বয়েস ২৯।
- তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বিড়ি শ্রমিকদের অধিকার যেন ক্ষুন্ন না হয়।’ প্রয়োজনে তাদের বিকল্প পেশায় ব্যবস্থা করার কথাও ভাবতে বলেছেন মন্ত্রী। একইসঙ্গে তিনি বলেছেন, ‘ধূমপান নিরুৎসাহিত করতেই প্রস্তাবিত বাজেটে তামাকপণ্যে শুল্কবৃদ্ধিরপ্রস্তাব রয়েছে।’
- দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্ককে ‘ভুয়া নেটওয়ার্ক’ বলে আখ্যায়িত করেছেন এস এম শাহ আলম নামের এক গ্রাহক। রোববার বিকেলে জিপি’র ফেসবুক পেইজ থেকে ‘বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ৩জি নেটওয়ার্ক নিয়ে গ্রামীণফোন- সবখানে সবসময়, চলো বহুদূর!’ শিরোনামে একটি বিজ্ঞাপন শেয়ার করা হলে সেখানে কমেন্টে নিজের অভিযোগ জানান ঐ গ্রাহক।
- ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) পদে ২৩ কর্মকর্তাকে নতুনভাবে পদায়ন ও বদলি করা হয়েছে। রোববার ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
- জেলার আটোয়ারী উপজেলার সরদারপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে লোক দেখানো পরীক্ষার মাধ্যমে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এতে প্রায় ১৯ লাখ টাকার নিয়োগ বাণিজ্য হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস