সংবাদ সংক্ষেপঃ মধ্যরাত

ঢাকা: প্রথম ময়নাতদন্তকারীর বিচার চাইলেন ‘গণধর্ষণের’ শিকার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু’র মা আনোয়ারা বেগম। তিনি বলেন, ‘তনুর লাশ দেখার পর ডাক্তারকে বলেছিলাম ওর (তনুর) শরীরে অনেক ক্ষতের চিহ্ন রয়েছে কিন্তু ডাক্তার তা শুনেননি।’ বেসরকারি টেলিভিশন একাত্তর-এ ‘কাটছে না তনু হত্যার রহস্য’ শীর্ষক এক টক শো’তে এসব কথা বলেন আনোয়ারা বেগম।
- যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সমকামীদের নাইট ক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জড়িত-নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এমন অভিযোগই করেছেন। ট্রাম্প বলেন, ‘আমরা এমন একজন মানুষের নেতৃত্বে পরিচালিত হচ্ছি যিনি বলিষ্ঠ ও স্মার্ট নন কিংবা তার মনে রয়েছে অন্যকিছু, মানুষ এটি বিশ্বাস করতে পারে না।’
- যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরে সমকামীদের একটি নাইট ক্লাবে গুলিবর্ষণের ঘটনায় সেদেশে নতুন করে ইসলাম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর ইরানী গণমাধ্যম রেডিও তেহরান’র অনলাইন সংস্করণ পার্স টুডে’র।
- আসছে ঈদ, এ সময় সাধারণ মানুষের মাঝে নতুন টাকার ব্যাপক চাহিদা থাকে। তাই ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রতিবারের মতো এবারও নতুন টাকা ছাড়বে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংকের তিনটি নির্দিষ্ট কাউন্টার ও সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকের ২০টি শাখা থেকে নতুন টাকা সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা।
- কাশিমপুর কারাগারে কয়েদীদের মধ্যে সংঘর্ষে তিন জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠনো হয়েছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
- যুক্তরাষ্ট্রে সহিংসতার শিকার হয়েছে আরো তিন ব্যক্তি। অরল্যান্ডোর গোলাগুলিতে ৫০ জন নিহত ও ৫৩ জন আহত হওয়ার পর আমেরিকা জুড়ে যখন শোকের পরিবেশ বিরাজ করছে তখন নিউ ইয়র্কে তিন জনকে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রেডিও তেহরান।
- জেলার বাউফল উপজেলায় সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বী মা ও মেয়েকে গণধর্ষণে জড়িতদের ধরতে সর্বোচ্চ চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যে গ্রেফতার হওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা নূর আলম মল্লিক (৩৫) ঘটনার সাথে জড়িত তিন জনের নাম বলেছেন। তারা প্রত্যেকেই ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তবে জড়িত আরো দুজনের নাম এখনো জানা যায়নি।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস