সংবাদ সংক্ষেপঃ মধ্যরাত

ঢাকা: ক্লোজসার্কিট ক্যামেরার ভিডিওচিত্রে দেখা গেছে সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতারের পরই মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের তদন্ত নতুন মোড় নিয়েছে। আলোচিত পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতুকে জঙ্গিরা খুন করতে পারে -এমন ধারণার ভিত্তিতে এতদিন তদন্ত চললেও এখন পুলিশ ভাবছে, ‘মিতুর খুনিরা ভাড়াটেও হতে পারে’।
- জঙ্গি ও সন্ত্রাস দমনে দেশব্যাপী সাঁড়াশি অভিযানে শনিবার বিকাল পর্যন্ত তিন হাজার ১৯২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে জঙ্গি মাত্র ৩৭ জন। শনিবার বিকালে পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ. কে. এম. কামরুল আহছান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
- আবাসের নিরাপত্তা নিয়ে শঙ্কিত খোদ পুলিশ কর্মকর্তারা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার রাতে জানানো হয়েছে, পুলিশ সদস্যদের আবাসস্থলের নিরাপত্তা জোরদার করার আহবান জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
- জেলার বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নে মহিউদ্দিন হাওলাদার (৫০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে(শেবাচিম) আনার পর শনিবার সন্ধ্যা সড়ে ৬ টার দিকে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন। এলাকায় আধিপত্য বিস্তার ও দলীয় কোন্দল নিয়ে এই হত্যাকাণ্ড বলে জানান বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত ) পরিদর্শক হারুন অর রশিদ।
- রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শনিবার রাজধানীতে এক ইফতার মাহফিলের আয়োজন করেন। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এই ইফতার মাহফিলে বেগম খালেদা জিয়ার আমন্ত্রণে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যোগ দেন ।
- ভালো কাজের স্বীকৃতি হিসেবে শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
- ইসলামিক ফাউন্ডেশন ও বাংলা একাডেমী, এই দুই প্রতিষ্ঠানের মাধ্যমে তিন বছরে ৪৫৮টি বই প্রকাশ করেছে সরকার। চলতি মাসের প্রথম সপ্তাহে জাতীয় সংসদে উত্থাপিত বাজেট প্রস্তাবের সাথে সংযুক্ত ‘মধ্যমেয়াদী বাজেট কাঠামো ২০১৬-১৭ হতে ২০১৮-১৯’ নামের এক গ্রন্থে এ তথ্য দেয়া হয়েছে।
- দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে আটজনের মৃত্যু হয়েছে। শনিবার পাওয়া তথ্য অনুযায়ী নোয়াখালীতে দুজন, কক্সবাজারে দুই জন, বাগেরহাটে দুই জন, পটুয়াখালীতে একজন, ঝালোকাঠিতে একজন মারা গেছেন। কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুজন মারা গেছেন। তারা হলেন টেকনাফের বাহারছড়ার ইউনিয়নের শামলাপুর কামাল হোসেন (২২) ও উখিয়ার পালংখালী ইউনিয়নের সিরাজ-উদ-দৌল্লাহ (৪০)।
- একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির বলেছেন, ‘রাষ্ট্রধর্ম ইসলাম আর সংবিধানের মাথার ওপর বিসমিল্লাহ ধর্মনিরপেক্ষ দেশ হতে পারে না।’ শনিবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে খুলনা বিএমএ মিলনায়তনে ‘ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও আজকের বাংলাদেশ শীর্ষক’ এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস