সংবাদ সংক্ষেপঃ রাত ৯টা

ডেস্কঃ পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর মোবাইল ফোনে ছেলে আকতার মাহমুদ মাহিরের স্কুল সংক্রান্ত কোন এসএমএস’ ই আসেনি। মিতুর ফোনের কললিস্ট চেক করে এমন তথ্য জানিয়েছে পুলিশ। তবে, মিতুর মোবইল ফোনটি এখনো উদ্ধার করা যায়নি।
- পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে জড়িতদের রেহাই দেয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে সৌদি আরবের মদিনায় হিলটন হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
- রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানীতে অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম্য বেড়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থান থেকে এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
- আগামী ৪ আগস্ট থেকে এ বছরের হজ ফ্লাইট শুরু হয়ে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ফ্লাইট চলবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘এ বছর এক লাখ এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি নাগরিক পবিত্র হজ পালন করতে পারবেন। ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করা হবে ১৭ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত।
- কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে আটক হাইকোর্টের বিএনপিপন্থী আইনজীবি ব্যারিস্টার শাকিলা ফারজানা। মঙ্গলবার চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পান তিনি।
- রজমানের প্রথম দিনে এতিমদের সঙ্গে ইফতার করলেন দেশের সাবেক দুই রাষ্ট্রপ্রধান বেগম খালেদা জিয়া ও হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার সন্ধ্যায় লেডিস ক্লাবে ওলামা-মাশায়েখ এতিমদের সঙ্গে ইফতারে অংশ নেন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি প্রধান খালেদা।
- রমজানে দেশিয় বাজারে পণ্য মূল্য অস্বাভাবিকভাবে হারে বৃদ্ধির খবর সঠিক নয়। এমনটাই দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। জাতীয় সংসদে উত্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি সরকারের এই অভিমত প্রকাশ করেন।
- রাজধানীর অনেকে বেশ আগেভাগেই ঈদ কেনাকাটা সাড়ছেন। এর মধ্যে তৈরী পোশাক সামগ্রী কেনার হারই বেশি। সোম ও মঙ্গলবার রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে এমনটাই জানতে পেরেছেন নিউজনেক্সটবিডি ডটকম – এর প্রতিবেদকরা।
- ঐতিহ্য আরা বাহারি জাতের ইফতারীর দোকানগুলোতে রমজানের প্রথম দিনেই উচ্চেপড়া ভিড়। মোগল আমলের খাবার থেকে শুরু করে বর্তমান সময়ের খাবার কিছুই যেন বাদ যায়নি ইফতারের তালিকায়।
- রোজার কিছু দিন আগে থেকেই নগড় জুড়ে শুরু হয়েছে তীব্র যানজট। আর মঙ্গলবার দুপুর থেকে থেমে থেমে বৃষ্টির কারণে এই দূর্ভোগ বেড়েছে বহু গুণে। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি, সায়েন্সল্যাবরেটরি, শাহাবাগ, বাংলামোটর ও ফার্মগেট এলাকা ঘুরে দেখা যায়, যাত্রী বোঝাই গণপরিবহণের দীর্ঘ লাইন। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিকে সঙ্গি করেই হাঁটতে শুরু করেন অনেককেই।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি