সংবাদ সংক্ষেপঃ রাত ৯ টা

ঢাকা: বাংলাদেশে জঙ্গি হামলার শিকড় খুঁজে বের করতে ইতোমধ্যেই সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এমনটা দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বলেছেন, ‘দেশের চিন্তাশীল জনগোষ্ঠী এই অবস্থা থেকে দ্রুত উত্তরণে খুবই সক্রিয় ভূমিকা পালন করছে।’ শুক্রবার আসেম সম্মেলনের সাইড লাইনে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে’র সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
- রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের নিসে বাস্তিল দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত উৎসবে জনতার ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এ ঘটনায় ৮৪ জন নিহত এবং বিপুল সংখ্যক লোক আহত হয়েছেন। শুক্রবার এক শোক বার্তায় রাষ্ট্রপতি হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন।
- ফ্রান্সের নিসে বাস্তিল দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত উৎসবে জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশি কোনো প্রবাসী হতাহত হননি। সকল প্রবাসী নিরাপদে আছেন বলে জানিয়েছেন প্যারিসে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম। শুক্রবার শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিক তথ্যে আমরা যেটুকু জানতে পেরেছি, তাতে হতাহতদের মধ্যে বাংলাদেশি কেউ থাকার তথ্য এখনো পাওয়া যায়নি। আর ফ্রান্সের দাক্ষিণাঞ্চলের ওই অংশে বাংলাদেশি কেউ থাকেনও না।’
- ফ্রান্সের নিস শহরে উৎসবরত জনগণের উপর ট্রাক চালিয়ে দিয়ে ৮৪ জনকে হত্যাকারী ট্রাক ড্রাইভার তিউনিসিয়ার উত্তর-পূর্বাঞ্চলের মাসাকিন শহর থেকে ফ্রান্সে অভিবাসী হিসেবে গিয়েছে বলে জানা গেছে। শুক্রবার তিউনিসিয়ার নিরাপত্তা সংশ্লিষ্ট একটি সূত্র এই তথ্য প্রকাশ করে।
- ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে বাস্তিল দিবসের এক মিছিলে ট্রাক চাপা দিয়ে অন্তত ৮৪ জনকে হত্যা করেছে এক হামলাকারী। এই ঘটনার পর সারা বিশ্বেই উঠেছে নিন্দার ঝড়। বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি নিন্দা জানিয়েছেন বিশ্বসেরা ক্রীড়া ব্যক্তিত্বরাও। পাশাপাশি হামলায় নিহত ও ক্ষতিগ্রস্থদের সমবেদনা জানিয়েছেন তারা। সামাজিক মাধ্যম ফেসবুক ও টুইটারে নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন তারা।
- ফ্রান্সের নিস শহরে বাস্তিল উৎসবে সন্ত্রাসী হামলার সময় শহরটিতে অবস্থান করছিলেন পপ তারকা রিহান্না। তবে তিনি নিরাপদেই আছেন বলে জানিয়েছে তার মুখপাত্র। খবর রয়টার্সের। খবরে বলা হয়, শুক্রবার রাতে শহরটির আলিয়াঁস স্টেডিয়ামে নিজের বিশ্ব সফরের অংশ হিসেবে একটি কনসার্টে অংশ নেয়ার কথা ছিলো রিহানার। তবে হামলায় ৮৪ জন নিহত এবং শতাধিক মানুষের আহত হওয়ার ঘটনায় তিনি কনসার্টটি বাতিল করেছেন।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস