সংবাদ সংক্ষেপঃ সকাল ৬টা

ডেস্কঃ গত দুই বছরে ১১ রাষ্ট্রীয় সংস্থায় তিন হাজার ১৫৩ কোটি ৩১ লাখ টাকা ভর্তুকি দিয়েছে সরকার। এর মধ্যে ২০১৪-১৫ অর্থবছরে এক হাজার ৩২৮ কোটি ৭৮ লাখ টাকা এবং চলতি ২০১৫-১৬ বছরের ২৮ এপ্রিল অবধি এক হাজার ৮২৪ কোটি ৫৩ লাখ টাকা ভর্তুকি দিতে হয়েছে। অর্থাৎ মাত্র ১০ মাসেই প্রায় পাঁচশ কোটি টাকা ভর্তুকি বেড়েছে। ‘বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬’– এ তথ্য নিশ্চিত করেছে।
- দেশে ফিরেই জরুরী সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সরকারি বাসভবন গণভবনে বুধবার দুপুর দেড়টায় এ সংবাদ সম্মেলন হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানিয়েছে। এর আগে সৌদি আরব সফর শেষ করে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকা শাহজালাল বিমানবন্দরে পৌঁছান।
- খ্রিস্ট পঞ্জিকা মতে ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হযরত মুহম্মদ (স.)’র ওফাত দিবস আজ। তিনি ৬৩২ খ্রিস্টাব্দের ৮ জুন (১১ হিজরী সালের ১২ রবিউল আউয়াল) সন্ধ্যায় বর্তমান সৌদি আরবের মদিনায় নিজ স্ত্রী আয়েশার ঘরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানাযার পর সেখানেই তাকে দাফন করা হয়।
- পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর মোবাইল ফোনে ছেলে আকতার মাহমুদ মাহিরের স্কুল সংক্রান্ত কোন এসএমএস’ ই আসেনি। মিতুর ফোনের কললিস্ট চেক করে এমন তথ্য জানিয়েছে পুলিশ। তবে, মিতুর মোবইল ফোনটি এখনো উদ্ধার করা যায়নি।
- বাংলাদেশের ব্যাপারে ইসরাইলের আগ্রহ নিয়ে ভিনদেশি গণমাধ্যমগুলোও বেশ আগ্রহী। এ নিয়ে প্রচুর প্রতিবেদনের পর এখন বিশ্লেষন প্রকাশও শুরু হয়েছে। এমনই এক বিশ্লেষনে বলা হয়েছে, ‘বাংলাদেশের সরকার বলছে সেদেশে আইএসআইএল বা দায়েশ নেই এবং এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি। কিন্তু বাস্তবতা হলো, আইএসআইএল এবং জেএমবি’র মধ্যে তেমন কোনো পার্থক্য নেই।’
- বাংলাদেশের বর্তমান সরকারের পতন চায় ১০ হাজার জিহাদির একটি চক্র। মঙ্গলবার এমনটা দাবি করেছে লন্ডনের পত্রিকা ডেইলি স্টার। পত্রিকাটি বলেছে, ‘নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহীদিন বাংলাদেশ’র (জেএমবি) ১০ হাজার সদস্যের শক্তিশালী নেটওয়ার্ক দেশের বর্তমান সরকার অপসারণ করে শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চায়।
- বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত নতুন ছবি ‘সুলতান’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ইতোমধ্যেই ছবিটির ট্রেলারসহ বেশ কয়েকটি গানও প্রকাশ করা হয়েছে। সম্প্রতি মুক্তি দেয়া হয়েছে এ ছবিটির আরো একটি গান।
- সেন্সর বোর্ডের জালে আটকা পড়লো শহিদ কাপুর, কারিনা কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘উড়তা পাঞ্জাব’ ছবিটি। প্রথমত ছবিটির নাম পরিবর্তনের দিক নির্দেশনা দিলেও, পরে ছবির ৯০ শতাংশ দৃশ্য বাদ দিতে বলা হয়েছে সেন্সর থেকে।
- আইসিসির বড় যেকোন টুর্নামেন্টে ভারত-পাকিস্তান একই গ্রুপে পড়বে এটা যেন ক্রিকেটের দেবীর পূর্ব লিখিত শর্ত। অন্তত দুই দেশের ক্রিকেট ভক্তরা এমনটাই বিশ্বাস করে আসছে এতোদিন। তবে সেই বিশ্বাস এবার ভাঙতে চললো, কারণ আইসিসির ‘পাতানো’ ড্রয়ের ফলেই বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি হয় বলে জানা গেছে।
- জাতীয় সংসদে চলতি ২০১৫-১৬ অর্থবছরের জন্য ১৯ হাজার ৮০৩ কোটি ৬২ লাখ ৮৮ হাজার টাকার সম্পূরক বাজেট পাস হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২ জুন ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশের সঙ্গে এই সম্পূরক বাজেটও পেশ করেন।
- খুলনায় হযরত খানজাহান আলী (র.) বিমানবন্দর নির্মাণের প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ফাস্টট্র্যাক’ প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। তিন বছরের মধ্যে, অর্থাৎ ২০১৯ সালে এর নির্মাণ কাজ সমাপ্ত হবে। এটি নির্মাণের জন্য ৫৩৬ একর জমি অধিগ্রহণ করবে সরকার।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস