সংবাদ সংক্ষেপঃ সকাল ৯টা

ঢাকাঃ বগুড়া জেলার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ধনকুন্ডিতে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৭জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ২৫ জন। শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
- সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেল ৪টায় জেদ্দার উদ্দেশ্যে রওয়ানা হবেন তিনি।
- মাছ রাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনায়েমের নামাজে জানাজা শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। তিনি ১ জুন গুলশানের নিজ বাসভবনে মারা যান।
- ‘সপ্তবর্ণা নাট্যোৎসব-২০১৬’র শেষ দিন শুক্রবার মঞ্চায়িত হবে ‘ভদ্দরনোক’। গোলাম সারোয়ার এর নির্দেশিত ৭টি নাটক নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ২৮ মে শুরু হয় এই নাট্যোৎসব।
- ২০১৬-১৭ অর্থবছরের মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা। যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে আদায় করতে হবে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
- আয়কর সংক্রান্ত বিষয়ে কিছুই জানতেন না লিওনেল মেসি। বৃহস্পতিবার কর ফাঁকির অভিযোগে করা মামলার শেষ দিন বার্সেলোনার আদালতে হাজিরা দিতে গিয়ে এ কথা বলেন তিনি। আদালতে মেসির সঙ্গে ছিলেন তার বাবা হোর্সে ওরাসিও।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি