সংবাদ সংক্ষেপঃ সন্ধ্যা ৬টা

ডেস্ক: সৌদি আরবের ব্যবসায়ী ও উদ্যোক্তদের বাংলাদেশে বিনিয়োগ করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি সৌদি ব্যবসায়ী এবং উদ্যোক্তা নেতৃবৃন্দকে আমাদের দেশে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, সমৃদ্ধি এবং লভ্যাংশের অংশীদার হওয়ার আহ্বান জানাচ্ছি।’ শুক্রবার সকালে জেদ্দা চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাষ্টির (জেসিসিআই) নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকের এ কথা বলেন তিনি।
- সংসদ সদস্যদের আবাসিক এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সংসদ কমিটি। ‘ন্যাম ভবন’ খ্যাত রাজধানীর মানিক মিয়া এভিনিউ এবং ‘এমপি হোস্টেল’ হিসেবে পরিচিত নাখালপাড়ার সংসদ সদস্য ভবন এলাকার নিরাপত্তা জোরদার করতে বলেছে সংসদ কমিটি।
- সন্ত্রাস দমন আইনের দুই মামলায় সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার ফারজানা শাকিলাকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এ মামলায় চার্জ গঠন না হওয়া পর্যন্ত তার জামিনের মেয়াদ থাকবে। রোববার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যদের আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে ব্যারিস্টার শাকিলার জামিনে মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
- নাটোরে সুনীল গোমেজ নামে এক খ্রিস্টান দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। তার বাড়ি বড়াইগ্রাম উপজেলার বনপাড়া খ্রিস্টান পল্লীতে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে নিজ মুদি দোকানে বসেছিলেন সুনীল গোমেজ। ওই সময় একদল দুর্বৃত্ত এসে তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
- চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন জিইসি মোড় সংলগ্ন এলাকায় এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ছয়টায় মোটরসাইকেল আরোহী তিন যুবক ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে মাহমুদা খানমকে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার উত্তর পরিতোষ ঘোষ এ তথ্য জানান।
- এসপি বাবুল আক্তারের স্ত্রীর হত্যাকাণ্ডে জঙ্গি গোষ্ঠিকে দায়ী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে রোববার সকালে বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
- এশিয়ার যে কয়টা সিনেমার স্কুল এখনও আশা জাগানিয়ার ভূমিকায় রয়েছে তার মধ্যে সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট একটি। এবছরও কান ঘুরে এলো এই ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থীর চলচ্চিত্র। কিন্তু হঠাৎ অজানা কারণে সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে একসঙ্গে পদত্যাগ করলেন পরিচালক দেবাঞ্জন চক্রবর্তী ও রেজিস্ট্রার অনিন্দ্য আচার্য। যৌন হেনস্থা ও ধর্ষণের মতো অভিযোগ ঘিরে যখন ইনস্টিটিউটে তোলপাড় চলছে, ঠিক তখনই দুজনের এমন পদত্যাগে প্রশ্ন উঠতে শুরু করেছে।
- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি পদে শুক্রবার (২৯ জুলাই) নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার বিএফইউজে’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
- ঈদের আগে রাজধানীতে যানজট নিরসনে ৯০০ সেচ্ছাসেবক কাজ করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সকালে গাবতলীর বাস টার্মিনালে নতুন নির্ধারিত ভাড়ার পরিস্থিতি পরিদর্শন শেষে এ তথ্য জানান তিনি।
- রমজানের আগে সকল ভোগ্য পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানিকারক থেকে উৎপাদনকারী সকল প্রতিষ্ঠানের সাথেই বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় গত ২৮ এপ্রিল ও ১৭ মে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন চিনির অন্যতম সরবরাহকারী প্রতিষ্ঠান সিটি ও মেঘনা গ্রুপের কর্মকর্তারা ।
- ভারতে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩৩ জন। রোববার ভোরে মুম্বাইয়-পুনে সড়কের শেডাং এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
- ভিন ডিজেলের সঙ্গে ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব দ্য জেন্ডার কেজ’ ছবিতে দীপিকা পাড়ুকোন থাকবেন তা অনেকেই জানে। তবে ছবিটিতে আরো একটি নতুন চমক অপেক্ষা করছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি