সংবাদ সংক্ষেপঃ সন্ধ্যা ৬টা

ঢাকাঃ মোবাইল ফোনে সিম ব্যবহার করে কথা বলাসহ অন্যান্য সেবার ওপর সম্পূরক শুল্ক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মোবাইলফোন সিমভিত্তিক সেবার ওপর এ সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রস্তাব করেন। এর ফলে মুঠোফোন সিমভিত্তিক সব ধরনের সেবার ওপর গ্রাহকের খরচ আরো বেড়ে যাবে।
- ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে শুল্ককর পুনর্বিন্যাসের প্রভাবে হাইব্রিড গাড়ি, মোটরসাইকেল, অগ্নিনির্বাপক যন্ত্রসহ বেশ কিছু পণ্যের দাম কমতে পারে। প্রস্তাবিত বাজেটে অনেক পণ্য থেকে শুল্ক কমানো বা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাব করেন।
- ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিড়ি-সিগারেটের ওপর শুল্ক হার বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার বিকেলে দশম জাতীয় সংসদের তৃতীয় বাজেট অধিবেশনে এ কথা বলেন তিনি।
- জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সিটি করপোরেশনের বাইরে ন্যূনতম করহার ৫ হাজার, ৪ হাজার ও ৩ হাজার টাকা বহাল রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
- ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সাড়ে ১৮ হাজার মন্দির ও একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান সংস্কারে ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। জাতীয় সংসদ ভবনে প্রস্তাবিত বাজেট উত্থাপনকলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানান।
- শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ব্রাক ব্যাংক। বৃহস্পতিবার সকালে সাভারে ব্রাক-সিডিএম-এ ব্যাংকটির ১৭তম বার্ষিক সাধারণ সভায় এই ল্যাভাংশ ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ফজলে হাসান আবেদ।
- স্বপ্নকে পরিকল্পনার মধ্যে দিয়ে বাস্তব রূপ দিতেই এবারো আসছে উচ্চবিলাসী বাজেট। যেখানে ‘প্রবৃদ্ধি, উন্নয়ন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা’র স্লোগান নিয়ে উপস্থাপিত হতে যাচ্ছে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট।
- কারওয়ান বাজার এলাকায় হাতিরঝিলের লেক দখল করে অবৈধভাবে গড়ে ওঠা বিজিএমইএ ভবনটি এবার ভেঙে ফেলতে হবে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সুপ্রিমকোর্টের আপিল বিভাগে এ আদেশ দেন।
- জনস্বার্থ বিবেচনায় ও যানজট নিরসনে ঈদের তিনদিন আগে থেকে তিনদিন পর পর্যন্ত মহাসড়কে সব ধরনের ভারী যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
- ব্যবসায়ী আলমগীর হোসেন হত্যা মামলায় চার আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর এই রায় দেন।
- জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে আদালতের উদ্দেশে রওনা দেন তিনি।
- বাংলাদেশ ও পাকিস্তানকে অখণ্ড ভারতের অংশ বলে কট্টরপন্থি হিন্দুদের দাবি পুরনো। কিন্তু তৃতীয় একটি মুসলিম দেশ স্বাধীন তিনটি মুসলিম দেশকে (বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান) অখণ্ড ভারতের অংশ হিসেবে দেখানোর ঘটনা এই প্রথম।
- ২০১৬-১৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে বুধবার বিকেল ৩টায়। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এটি হচ্ছে দেশের ৪৫তম ও আওয়ামী লীগ সরকারের ১৭তম এবং অর্থমন্ত্রীর ১০ম বাজেট।
- বিভিন্ন খবর নিয়ে বিশ্বের প্রভাবশালী মিডিয়াগুলোতে শিরোনাম হচ্ছে বাংলাদেশ। এর মধ্য থেকে উল্লেখযোগ্য কিছু শিরোনাম: রয়টার্স: বার্তা সংস্থাটি লিখেছে, নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়টিতে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি তদন্ত কমিটি।
- পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী রতনপুর গ্রামে মাদক চোরাকারবারিদের সঙ্গে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গোলাগুলিতে তরিকুল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
- আয়কর সংক্রান্ত মামলার শেষ দিনে বৃহস্পতিবার বার্সেলোনার আদালতে হাজির হচ্ছেন লিওনেল মেসি। সঙ্গে থাকার কথা তার মা সেলিয়া এবং বাবা হোর্সে ওরাসিও। লিও’র আইনজীবী এনরিকে ব্যাচিগালিপো বলেছেন, ‘লিও’র মধ্যে এই মামলা নিয়ে কোনও অস্থিরতা নেই। লিও আদালতে আসবে। বিচারপতির প্রশ্নের জবাবও দেবে।’
- সিরিয়ার অবরুদ্ধ শহরগুলোতে বিমান থেকে মানবিক সহায়তা ফেলার জন্য জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছে ফ্রান্স ও ব্রিটেন। গত মাসে ইন্টারন্যাশনাল সিরিয়া সাপোর্ট গ্রুপ (আইএসএসজি) দেশিটিতে জরুরি মানবিক সহায়তা পাঠানোর জন্য পহেলা জুনকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেয়।
- বলিউড তারকা ক্যাটরিনা কাইফ বর্তমানে ব্যস্ত রয়েছেন সিনেমার শুটিং নিয়ে। সিনেমার শুটিংয়ের ফাঁকেই সম্প্রতি ‘ভোগ’ ম্যাগাজিনের ফটোশ্যুটে অংশ নিয়েছেন। এতে আবেদনময়ীরূপে ক্যামেরার ফ্রেমে ধরা পড়েছেন ক্যাট। ক্যাট মানেই গ্ল্যামারের মোহনীয় ছটা। এই ফটোশ্যুটেও তেমনটাই দেখা গেল।
- গ্রীষ্মকালীন মিষ্টি, সুস্বাদু ও রসালো একটি ফল লিচু। শুধু খেতেই রসালো নয়, মৌসুমি এই ফল ভিটামিন ও খাদ্যশক্তির অন্যতম উৎস। এতে রয়েছে মানব শরীরের জন্য প্রয়োজনীয় খনিজ উপাদান। লিচুতে রয়েছে ভিটামিন ‘সি’ যা ত্বক, দাঁত ও হাড়ের জন্য ভালো। প্রতি ১০০ গ্রাম লিচুতে ৩১ মি.গ্রা ভিটামিন সি পাওয়া যায়।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস