
ডেস্ক: বিশ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওষুধ উৎপাদন বন্ধে দেওয়া হাইকোর্টের নির্দেশ স্থগিত করেননি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে ওই আদেশ বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। এতে একই সঙ্গে ১৮ আগস্টের মধ্যে হাইকোর্টের জারি করা রুল নিস্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে দুই কোম্পানির করা আবেদনের শুনানি শেষে বুধবার এ আদেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ।
অরল্যান্ডোতে সমকামী নাইটক্লাবে হামলা করে ৪৯ জনকে হত্যকারী ওমর মতিনের স্ত্রী নূর সালমানকেও হামলায় সংশ্লিষ্টতার দায়ে অভিযুক্ত করা হতে পারে। বিভিন্ন রিপোর্ট থেকে এ তথ্য পাওয়া গেছে। নূর সালমানের বিষয়ে তদন্ত করার জন্য সরকারি আইনজীবীরা একটি জুরি বোর্ড গঠন করেছেন বলে ফক্স নিউজ ও রয়টার্সের খবরে বলা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের করা জাসদ নিয়ে বক্তব্য অনভিপ্রেত, দুঃখজনক ও অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন জাসদ একাংশের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
কোপা’র শতবর্ষী আসরের টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করলো আর্জেন্টিনা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা। এবার সেমি নিশ্চিত করতে ভেনিজুয়েলার মুখোমুখি হবেন মেসি-ডি মারিয়ারা।
কথিত ইসলামিক স্টেট বা আইএস প্রধান আবুবকর আল বাগদাদি মার্কিন হামলায় নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আইএ ‘র শক্তঘাঁটি রাকায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় তিনি নিহত হয়েছেন। তবে এ বিষয়ে নিশ্চিত খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা চেয়ে রিপাবলিকার দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রস্তাবের বিরোধিতা করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, ‘আমরা যে আমেরিকা চাই ট্রাম্পের প্রস্তাব সেটার সাথে যায় না।’
পাবনার ঈশ্বরদী থানার পদ্মার চরে ‘বন্দুকযুদ্ধে’ রুবেল হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবককে পাকশী পুলিশ ফাঁড়ির এটিএসআই সুজাউল ইসলাম হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছিল পুলিশ।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসআই