সংবাদ সংক্ষেপ: দুপুর ১২টা

ডেস্ক: নেত্রকোনা জেলার সাতপাই নদীর পাড়ে ‘একতা সংঘ’ কালী মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে একালাবাসী।
- আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের (আইসিএসসি) সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন।
- ইউনিভার্সেল থিয়েটারের নাটক ‘মহাত্মা’। নাটকটি শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে প্রদর্শিত হবে।
- ব্রাজিল ও আর্জেন্টিনাকে জরিমানা করেছে ফিফা। ম্যাচ চলার সময় গ্যালারিতে সমর্থকদের বিভিন্ন বিদ্বেষমূলক আচরণের জন্য এ দুই দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের জরিমানা করা হয়েছে।
- প্রধানমন্ত্রীর নাতির জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার গণভবনে আয়োজিত অনুষ্ঠানে সপরিবারে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
- দেশের গানের ভুবনকে যে সব মানুষ সমৃদ্ধ করেছেন তাদের মধ্যে অন্যতম এক নাম রুনা লায়লা। যিনি সম্প্রতি তার শিল্পী জীবনের ৫০ বছর অতিবাহিত করেছেন। এই অভাবনীয় দৃষ্টান্ত স্থাপনের সাফল্যকে স্মরণ করে শিল্পীর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বর্ণাঢ্য সংগীত আয়োজন।
- বর্ষসেরা পুরস্কারের জন্য ২৩ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যে তালিকায় প্রত্যাশিতভাবেই রয়েছেন রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার সেরা তিন তারকা মেসি, নেইমার এবং রোনালদো।
গ্রন্থনা: প্রণব