সংবাদ সংক্ষেপ: দুপুর ১২টা

ডেস্ক: আগামী রবিবার (১৩ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য ফের অনুমতি চাওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
- নারায়ণগঞ্জের পাইকপাড়ায় পুলিশের অভিযানে নিহত নব্য জেএমবি নেতা তামিম চৌধুরীর পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। পুলিশি অভিযানে নিহত হওয়ার দীর্ঘ দুই মাস পর ডিএনএ টেস্টের রিপোর্ট পেয়ে তার পরিচয় নিশ্চিত করা হলো।
- তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হকের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় সংসদ সদস্য ম.ম আমজাদ হোসেন মিলনের ছেলেসহ ৮ নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত।
- নাসিরনগরে হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি ও মন্দির পরিসর্শন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি নাসিরনগরে পৌঁছান।
- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর ও মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের এক টুইটার বার্তায় ‘গভীর উদ্বেগ প্রকাশ’ এবং ‘ঢাকার হাইকমিশনারকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে বলার’ কথা জানানোর ঘটনা কূটনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
- সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছে তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের পাঁচ জেলে। তাদের খোঁজ পেতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
গ্রন্থনা: প্রণব