সংবাদ সংক্ষেপ: দুপুর ১২টা

ডেস্ক: নাসিরনগরের সংখ্যালঘুদের মন্দির ও বাড়িঘরে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগে রাস্তায় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার সকালে তারা এ অবরোধ শুরু করে।
- মেট্রোরেলের মূল কাজ শুরুর আগে বৈদ্যুতিক তার সরাতে রাস্তা খোঁড়াখুঁড়ি হচ্ছে। ছোট হয়ে আসা রাস্তায় দুর্বিসহ হয়ে উঠছে প্রতিদিনের যাতায়াত। ফলে ভোগান্তিতে পড়েছে মিরপুরবাসী।
- ভারতের উত্তর প্রদেশে একটি পোশাক কারখানায় আগুন লেগে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো অনেকেই। খবর হিন্দুস্তান টাইমস।
- মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মোক্তার হোসনে মৃধার ওপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল পারভেজকে দল থেকে বহিষ্কার করা হয়ছে।
- হোয়াইট হাউসে ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গে সাক্ষাৎ করেছেন সদ্য-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ও ভবিষ্যৎ ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। হোয়াইট হাউস সূত্রে এ খবর জানা গেছে।
- সপ্তাহের ব্যবধানে রাজধানীর কাচাঁ বাজারে বেড়েছে সবজির দাম। প্রতি কেজিতে বেড়েছে ৮ থেকে ১০ টাকা। শুক্রবার রাজধানীর নিউমার্কেট, জিগাতলা বাজারসহ কয়েকটি বাজার ঘুরে এমনটাই দেখা গেছে।
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পবিরোধী বিক্ষোভ দাঙ্গায় পরিণত হচ্ছে বলে দেশটির পুলিশ মন্তব্য করেছে। ২৫টিরও বেশি শহরে বিক্ষোভে অংশ নিয়েছে হাজারো মানুষ। বিক্ষোভ থেকে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। এমন অবস্থায় ট্রাম্প বললেন, এই বিক্ষোভ ন্যায্য নয়, মিডিয়ার প্ররোচনায় এমনটি হচ্ছে।
- নেতাদের নয়, ভোটারদের কাছে যেতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পথসভায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
- ট্রাকের তেলের ট্যাংকে করে পাচারের সময় পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। চান্দগাঁওয়ের রিদম স্কয়ার কমিউনিটি সেন্টারের সামনে থেকে ট্রাকটি আটক করে চান্দগাঁও থানার এসআই সঞ্জয় গুহ।
- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে সাঁওতালদের সঙ্গে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সংঘর্ষের ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শনে যাবেন আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধি দল।
- জেএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় ২৪ সহপাঠীকে পিটিয়ে আহতের ঘটনায় চার বখাটের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
- লঙ্গায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও চারজন আহত হয়েছে।
- কলকাতা-ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেসে নতুন একটি ট্রেন যোগ হয়েছে। শুক্রবার ভারতীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে কলকাতার চিতপুর স্টেশনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের রেলমন্ত্রী সুরেশ প্রভু দিল্লি থেকে এ ট্রেনের শুভ উদ্ভোধন করেন।
- কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে কুমিল্লার ময়নামতিতে অবস্থিত কমনওয়েলথ যুদ্ধ সমাধিতে শ্রদ্ধা জানালেন আট দেশের প্রতিনিধিরা। শুক্রবার সকালে বৃটিশ হাই কমিশনারের নেতৃত্বে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ৮টি দেশের হাই কমিশনার ও ওইসব দেশের প্রতিনিধিরা এ স্মরণ অনুষ্ঠানে অংশ নেন।
গ্রন্থনা: প্রণব