
ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রোববার ভোরে ফের হিন্দু বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এলাকাবাসীদের পাহারা দেয়ার মধ্যেই এমন ঘটনাকে রহস্যজনক বলছে পুলিশ।
# সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নিখোঁজ শিশু নিরব (৬) এর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিরব উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের ধলেশ্বরী গ্রামের বারেক তালুকদারের ছেলে। রবিবার সকাল সাড়ে ১০টায় কামারখন্দ উপজেলার ধোপাকান্দি উচ্চবিদ্যালয়ের পিছন থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান রিপন।
# কলকাতার এক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় আর জয়া বচ্চনের সঙ্গে সেলফি তুলেছেন বলিউড তারকা কাজল। টুইটারে শেয়ার করা ছবিটিতে তিনজনকেই বেশ হাসিখুশি দেখা যায়। ছবিটিতে কাজল লেখেন, ‘একটু ঝাপসা, কিন্তু বেশ একটি নারী-দল।’
# হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্য সোহাগ অালী হত্যা মামলাটি পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) কাছে স্থানান্তর করা হয়েছে। রোববার মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) এজাজ শফিক নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
# ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে শান্তি চুক্তি করেছে কলম্বিয়ার সরকার। গণভোটে পূর্বের চুক্তিটি বাতিল হওয়ার ছয় সপ্তাহ পর নতুন করে এই চুক্তি করল তারা। এর আগে করা চুক্তিটির বিপক্ষে ‘না’ ক্যাম্পেইন চালানো সাবেক প্রেসিডেন্ট আলভেরো উরিবে এবারের চুক্তি আলোচনায় সংযুক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে এই চুক্তির মাধ্যমে ৫২ বছর ধরে চলা গেরিলা যুদ্ধের অবসান হবে। খবর বিবিসি
# মোরেলগঞ্জে আল আমিন শেখ (১৭) নামে এক মাদ্রাসাছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত আটটার দিকে উপজেলার খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন একই গ্রামের হোসেন আলী শেখের ছেলে।
# চট্টগ্রামের কোতোয়ালী থানার ঘাটফরহাদবেগ এলাকার হাজি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি ঘর পুড়ে গেছে। সেমিপাকা ও কাঁচাঘরের বাসিন্দারা এখন খোলা আকাশের নিচে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানান, ফায়ার সার্ভিসের আটটি গাড়ি প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সকাল আটটার দিকে আগুনের সূত্রপাত।
# মেট্রোরেলের (MRT Line-6) নির্মাণ কাজের জন্য মিরপুর ১০ থেকে আগারগাঁও পর্যন্ত যানবাহন চলাচলে কিছু ট্রাফিক পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
# বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের আজ রোববার দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে দুপুর দুইটায় রাজশাহী কিংসের মুখোমুখি হবে বরিশাল বুলস এবং দ্বিতীয় ম্যাচে রাত সাতটায় খুলনা টাইটান্সের বিপক্ষে খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুইটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
# পুলিশের ৪৯ জন সার্জেন্টকে শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক হিসেবে পদায়ন ও বদলি করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (সংস্থাপন) মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
# প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘কনফারেন্স অব দ্য পার্টিস (কপ-২২)’এর উচ্চ পর্যায়ের দুইটি কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে তিনদিনের সফরে সোমবার মরক্কোর মারাক্কেশ-এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
# পূর্ব বিরোধের জের ধরে নোয়াখালীর বেগমগঞ্জের আমানল্যাপুর ইউনিয়নে জুয়েল (৩০) নামে এক সিএনজিচালককে গুলি করে হত্যা করেছে দুর্বত্তরা। শনিবার রাত ১টার দিকে আমানউল্যাপুর ইউনিয়নের ঝিনু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল আমানউল্যাপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের নান্দাবাড়ির আনোয়ার হোসেনের ছেলে।
# দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইয়ের পদত্যাগের দাবিতে রাজধানী সিউলে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। পার্কের পদত্যাগই আন্দোলনকারীদের একমাত্র দাবি। এদিকে প্রেসিডেন্টের প্রাসাদ অভিমুখে বিক্ষোভকারীদের আসা প্রতিরোধে সেখানে ২৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পার্কবিরোধী সাপ্তাহিক বিক্ষোভের গতকাল শনিবার ছিল তৃতীয় দিন। বিবিসি।
# পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের শাহ নুরানি মাজারে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫২ জন হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ডন জানিয়েছে ঘটনায় কমপক্ষে ১০২ জন আহত হয়েছেন। সুফিবাদী মুসলমানদের কেন্দ্র শাহ নুরানি মাজারের ‘ধামাল’ (সুফি আচার) করার জায়গায় এই হামলা হয়। ইসলামিক স্টেট নামধারী জঙ্গি গোষ্ঠীরা এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে।
গ্রন্থনা ও সম্পাদনা: মাহতাব শফি