সংবাদ সংক্ষেপ: দুপুর ১২টা

ডেস্ক: দুর্বৃত্তদের গুলিতে নিহত গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের দ্বিতীয় জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে। সোমবার সকাল সোয়া ১০টার দিকে অনুষ্ঠিত এ জানাজায় জাতীয় সংসদের সংসদ সদস্য ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।
- দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সাংগঠনিক কাজে নিস্ক্রিয় থাকার অভিযোগে ঢাকা মহানগর (উত্তর) এর আওতাধীন উত্তরা থানা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
- ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাওরাকান্দি পর্যন্ত নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। রোববার ভোর ৫টার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়।
- যুক্তরাষ্ট্র ছেড়েছেন রাশিয়ার বহিষ্কৃত ৩৫ কূটনীতিক। বহিষ্কৃত কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে কূটনীতিক বিমান এরই মধ্যে রাশিয়ার উদ্দেশে আকাশে উড়েছে।
- ইংরেজি নববর্ষ উদযাপনকালে তুরস্কের নাইটক্লাবে হামলার ঘটনায় নিহত ৩৯ জনের মধ্যে দুইজন ভারতীয় নাগরিক রয়েছেন। এদের মধ্যে একজন ‘রোওর: দ্য টাইগার্স অব সুন্দরবন’ চলচ্চিত্রটির প্রযোজক।
- দায়িত্বরত অবস্থায় মদ পানের অভিযোগে সানউইং এয়ারলাইন্সের এক চালককে গ্রেফতার করেছে কানাডা বিমনবন্দর কর্তৃপক্ষ।
- ব্রাজিলে একটি বাড়িতে পার্টি চলাকালে বন্দুকধারীর হামলায় ১১ জন নিহত হয়েছেন। জানা যায় বর্ষবরণ উৎসবকে কেন্দ্র করে ওই পার্টিটির আয়োজন করা হয়েছিলো।
- ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। লিগে টানা দ্বিতীয় জয় পেতে এমিরেটস স্টেডিয়ামে রোববার দুই অর্ধে একটি করে গোল করে আর্সেন ভেঙ্গারের শিষ্যরা। প্রথমার্ধে দর্শনীয় গোলে দলকে এগিয়ে নেন অলিভিয়ে জিরুদ, দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন আলেক্স আইওবি।
গ্রন্থনা: প্রণব