সংবাদ সংক্ষেপ: দুপুর ১২টা

ডেস্ক: রাজধানীর গুলশান-১ এর ডিসিসি মার্কেটে আগুন লেগেছে। মঙ্গলবার রাত আড়াইটায় মার্কেটটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।
- রাজধানীর গুলশান-১ এর ডিসিসি মার্কেটে অগ্নিকাণ্ডকে ‘পরিকল্পিত’ ঘটনা বলে আখ্যায়িত করেছেন সেখানকার দোকান মালিকরা। তবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এটিকে নাশকতা মনে করছেন না।
- চলতি বছর জাতীয় গ্রিডে ১ হাজার ৮৪০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে বলে জানিয়েছেন বিদুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের আওতাধীন পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসেন। সংবাদ সংস্থা বাসসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন সদস্যদের নিয়ে গঠিত বিশেষ গেরিলা বাহিনীর দুই হাজার ৩৬৭ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি, প্রাপ্য সম্মান, মর্যাদা ও সুযোগ-সুবিধা দেওয়ার সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বভাগ।
- ইংরেজি মাধ্যমের স্কুলশিক্ষার্থীদের টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। পাশাপাশি এ বিষয়ে শুনানির জন্য ২৯ জানুয়ারি তারিখ রেখেছেন আদালত। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলা হয়েছে।
- মানিকগঞ্জের শিবালয়ে অনুষ্ঠিত হয়েছে শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান ‘পূরবী’। সোমবার রাতে আরিচা হাজি সবুর মার্কেট মিলনায়তনে এই সংগীতানুষ্ঠানের আয়োজন করে নজরুল-প্রমিলা ইনস্টিটিউট।
- বৃহস্পতিবার, ৫ জানুয়ারি শপথ নেবেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভি। নির্বাচিত কাউন্সিলররাও এদিন শপথ নেবেন।
- ব্রাজিলের উত্তরাঞ্চলে অ্যামাজন এলাকার একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় অন্তত ৫৬ জন নিহত হয়েছে। কারাগারটিতে বন্দীদের দুটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে এ দাঙ্গার ঘটনা ঘটে।
- চিলির ভারপারাইসো এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে এতে একজন আহতের খবর পাওয়া গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
- দুর্নীতির অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির পুলিশ। এর আগে ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ নেওয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
- নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এবার নতুন বছরে টি-টোয়েন্টি সিরিজে টাইগারদের সামনে এবার ঘুরে দাঁড়ানোর পালা। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে শুরুতেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
গ্রন্থনা: প্রণব