সংবাদ সংক্ষেপ: দুপুর ১২টা

ডেস্ক: শিক্ষার মান উন্নয়নে অনেক গবেষণার প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ড. ওয়াজেদ রিসার্চ সেন্টারের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
- গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরও চারজনকে আটক করেছে পুলিশ। তবে আটকৃতদের নাম প্রকাশ করা হয়নি।
- সরকারি দলের সকল প্রকার হুমকি উপেক্ষা করে বিএনপি ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা’ দিবসের কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
- দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার। বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের জন্ম হয়।
- বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
- ভয়াবহ অগ্নিকাণ্ডে ধসে পড়া গুলশান-১ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটের ধসে পরা অংশ সরানোর কাজ শুরু হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ১০টায় ডিএনসিসির একটি বুলডোজার দিয়ে মার্কেটের ধসে পড়া অংশ ভাঙা শুরু হয়। আজ বুধবার কাজ চলছে।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোর ৬টার দিকে লাশটি উদ্ধার করা হয়। ওই ছাত্রের নাম অপু সরকার (২০)। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র।
- রাজধানীর চিটাগাং রোডে মাহবুব (৩০) নামে এক ট্রাক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
- জেলার রাজগঞ্জে যুবলীগের দুই গ্রুপের দ্বন্দ্বের জের ধরে চান্দাইকোনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টোকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার রাত ১০টায় রাজগঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারে এ ঘটনা ঘটে ।
- ফিলিপাইনে একটি কারাগার থেকে দেড় শতাধিকেরও বেশি আসামি পালিয়ে গেছে। কারগারটিতে বন্দুকধারীরা হামলা চালালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হয়েছেন কারগারের নিরাপত্তার দায়িত্বে থাকা এক সদস্যও।
- প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন। ২০ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটেল হিলে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।
- চলতি বছর বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ২০১৫ সালের অক্টোবরে দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকায় আসেনি স্মিথরা। যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমান সময়ের মতো স্থিতিশীল থাকলে আগামী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড।
- ফিফা বর্ষসেরা হওয়ার দৌড়ে ক্রিস্টিয়ানো রোনালদো নয়, লিওনেল মেসিকেই সবচেয়ে বেশি যোগ্য দাবিদার বলে মনে করেন মিশরের আর্জেন্টাইন কোচ হেক্টর কুপার। তিনি বলেন, চারবারের বর্ষসেরা রোনালদোর পারফরম্যান্সে এ পুরস্কার পাওয়ার যোগ্য নয়।
- হলিউডে দীপিকা পাড়ুকোনের প্রথম ছবি ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ আগামী ১৪ জানুয়ারি ভারতে মুক্তি পাবে। ছবিতে অ্যাকশনধর্মী ‘সেরেনা’ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। তার বিপরীতে রয়েছেন ভিন ডিজেল। ছবিটির প্রচারণায় হলিউডের এই খ্যাতিমান অভিনেতাও ভারতে আসছেন বলে জানিয়েছেন দীপিকা।
গ্রন্থনা: প্রণব