
ডেস্ক: বর্ণাঢ্য ক্যারিয়ারে কত খেতাব, কত উপাধিই না পেয়েছেন তিনি। অন্য গ্রহের ফুটবলার, জীবন্ত কিংবদন্তি, খুদে জাদুকর ইত্যাদি ইত্যাদি। তবে জাতীয় দলের হয়ে কোন শিরোপা অধরাই রয়ে গেছে ফুটবল জাদুকর লিওনেল মেসির। সেই অতৃপ্তি নিয়েই কিংবদন্তি মেসি কোপা আমেরিকার ফাইনালে হারার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রেলওয়ের অগ্রিম টিকিট দেওয়ার শেষদিনে টিকিট প্রত্যাশীদের ভিড়ে কমলাপুর স্টেশনে তিল ধারণের ঠাঁই নেই। সোমবার দেওয়া হচ্ছে ৫ জুলাইয়ের অগ্রিম টিকিট। সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। এর আগেই টিকিট প্রত্যাশীদের ভিড়ে কানায় কানায় ভরে গেছে কমলাপুর স্টেশনের কাউন্টার। কেউ এসেছেন আগের দিন বিকেল থেকে, কেউ সন্ধ্যায়, আবার কেউ মধ্যরাতে।
রাজধানীতে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলাটিমের দুই সদস্যকে আটক করেছে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি)। ফরিদাবাদ ও কামরাঙ্গীরচর এলাকায় রোববার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- নাঈম ওরফে সাইফুল ওরফে সাদ ও সোহেল ওরফে সোবেল।
নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়ন পূর্ব এওজবালিয়া গ্রাম থেকে অজ্ঞাতপরিচয় (২৬) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে সুধারাম থানা পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
লেবাননে আত্মঘাতী বোমা হামলায় ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৩ জন। লেবাননের পূর্বাঞ্চলের সিরিয়া সীমান্তের একটি গ্রামে বোমাটির বিস্ফোরণ হয় বলে জানা গেছে।
সিংগাইর উপজেলায় ফরহাদ দেওয়ান (৬৫) নামে সাবেক এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল পৌনে ৭টার দিকে বাড়ির পাশে ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফরহাদ দেওয়ান গোবিন্দল গ্রামের ভোরবাজার এলাকার মৃত মকসু দেওয়ানের ছেলে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসআই