সংবাদ সংক্ষেপ: দুপুর ১২টা

- সোনারগাঁওয়ে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের চাপায় ছেলেমেয়েসহ মা নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
- লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকারিদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রের আচরণবিধি ভঙ্গের অভিযোগে এক প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির মাহমুদ তাকে কেন্দ্র থেকে প্রত্যাহার করে নেন।
- বাংলাদেশ সময় শনিবার সকালে পর্দা উঠেছে কোপা আমেরিকা কাপের শতবর্ষী বিশেষ আসরের। আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রকে এদিন ২-০ গোলে হারিয়ে আসরের শুভ সূচনা করেছে কলম্বিয়া।
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ/এসআই