
ডেস্ক: গুলশান-২ এর হলি আর্টিজান রেস্টুরেন্টে জিম্মি করে ২০ জনকে হত্যাকারীরা দেশে বেড়ে ওঠা সন্ত্রাসী-জঙ্গি; আইএস এর সদস্য নয় বলে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় হতাহতের ঘটনায় রোববার সকাল থেকে দুদিনের রাষ্ট্রীয় শোক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ শোক পালনের ঘোষণা দেন।
রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে আইএস সংঘটিত হামলায় হতাহতদের পরিচয় মিলেছে। এদের মধ্যে নয়জন ইতালিয় নাগরিক, সাতজন জাপানী, তিনজন বাংলাদেশী এবং একজন ভারতীয়। নিহত ২০ ব্যক্তির নাম, বয়স, জাতীয়তা ও পেশা সম্পর্কে আংশিক তথ্য দিয়েছে সংশ্লিষ্ট গণমাধ্যম।
দেশের চলমান পরিস্থিত নিয়ে রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক ও এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
ইরাকের বাগদাদের দুটি জনাকীর্ণ বাণিজ্যিক এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২৩জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬১ জন। রোববার এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়।
রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলাকারী ৫জনের ছবি সাইট ইন্টেলিজেন্সে প্রকাশের ঘণ্টাখানেক পর নিহত ওই হামলাকারীদের ছবি প্রকাশ করেছে পুলিশ। শনিবার রাত ১০টা ৫১ মিনিটে পুলিশ সদরদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো ছবিগুলো সাইট ইন্টেলিজেন্সে প্রকাশিত ছবিগুলোর সঙ্গে মিল রয়েছে।
রাজধানীর গুলশান-২ নম্বর সেকশনের স্প্যানিশ রেস্টুরেন্ট হলি আর্টিজান বেকারিতে হামলায় ৭ জন নাগরিক নিহতের ঘটনায় জাপানের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। রোববার সকালে প্রতিনিধি দলটি ঢাকায় এসে গুলশানের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাজধানী ঢাকার কূটনৈতিকপাড়া গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত ছয় জাপানি নাগরিক মেট্রোরেল প্রকল্পের সমীক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসআই