
ডেস্ক: ঝিনাইদহ সদর উপজেলার করাতিপাড়া শ্মশানঘাট এলাকায় অনন্ত গোপাল গাঙ্গুলি (৬৫) নামে এক পুরোহিতকে গলাকেটে হত্যা করেছে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত। মঙ্গলবার সকালে উপজেলার নলডাঙ্গা মন্দিরে এ ঘটনা ঘটে বলে নিউজনেক্সটবিডি ডটকমকে নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল। অনন্ত ওই মন্দিরের পুরোহিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর বাহিনীর তৃতীয় শীর্ষনেতা মীর কাসেম আলীকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ মীর কাসেম আলীকে পরোয়ানা পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে মীর কাসেম আলীকে মৃত্যুর পরোয়ানা পড়ে শোনানো হয়।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ইফতারের আমন্ত্রণ পৌঁছে দেন। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও সংসদ সদস্য মৃণাল কান্তি দাস আমন্ত্রণপত্রটি গ্রহণ করেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৮ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মাসুদুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
নভেম্বর মাসের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য ডেমোক্রেটিক দলের মনোনয়ন পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বার্তা সংস্থা এপি জানিয়েছে, তিনি প্রয়োজনীয় ২ হাজার ৩৮৩ ডেলিগেটের সমর্থন লাভ করেছেন। এর ফলে এবারই যুক্তরাষ্ট্রের প্রধান কোন রাজনৈতিক দল প্রেসিডেন্ট নির্বাচনে একজন নারীকে মনোনয়ন দিলো।
কোপা আমেরিকায় বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে আর্জেন্টিনা। এ জয়ের মধ্যদিয়ে শিরোপা লড়াইয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিলো ২৩ বছর ধরে শিরোপার অপেক্ষায় থাকা আর্জেন্টিনা। মঙ্গলবার ‘ডি’ গ্রুপের খেলায় গতবারের চ্যাম্পিয়ন চিলিকে ২-১ গোলে পরাজিত করেছে মেসির দেশ। এই জয়ে গত আসরের ফাইনালে হারের এক রকম প্রতিশোধ নিল জেরার্ডো মার্টিনোর শিষ্যরা।
রাজধানীর পল্লবী থানার কালশী এলাকায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। তাদের পরিচয় এখনো জানা যায়নি। মঙ্গলবার ভোর রাতে সেহেরির কিছু সময় আগে এ ঘটনা ঘটে বলে নিউজনেক্সটবিডি ডটকমকে জানান পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।
সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় তিনটি ট্রাকের সংঘর্ষে আব্দুর রহিম (৪০) নামে একজন চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার সকালে মুলিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম বগুড়া জেলার শেরপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তবে আহতদের পরিচয় জানা যায়নি।
টবিডি ডটকম/এমএস/এসআই