
ডেস্ক: প্রায় দেড় যুগ আগে গুলশানের নিজ বাড়িতে শাজনীন তাসনিম রহমানকে ধর্ষণ ও হত্যার মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত ৫ জনের মধ্যে গৃহকর্মী শহীদুল ইসলাম শহীদের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আর বাকি ৪ জন বাদল, এস্তেমা খাতুন মিনু, পারভীন এবং কাঠমিস্ত্রি শনিরাম মণ্ডলকে খালাস দিয়েছেন আদালত।
দৈনিক আমাদের সময় পত্রিকার প্রকাশনা সত্ত্ব নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিলের অনুমতি পেয়েছেন পত্রিকাটির সাবেক সম্পাদক নাইমুল ইসলাম খান। তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বর্তমান প্রকাশক সৈয়দ মোহাইমেন বক্স কল্লোলের দায়িত্বেই পত্রিকাটির প্রকাশনা অব্যাহত থাকবে।
রাজধানীর গুলশান-২ এর ১৫৯ নম্বর প্লটের একটি বাড়ি নিয়ে মওদুদ আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা বাড়ি আত্মসাতের মামলা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে তার ভাই মনজুর আহমদের নামে মিউটেশন (নামজারি) করার জন্য হাইকোর্টের দেওয়া রায়ও বাতিল করেছেন সর্বোচ্চ আদালত।
মানুষের জীবনে সফলতার যে কত রকমের বিস্ময় জাগানো গল্প থাকে তার শেষ নেই। তেমনি একটা গল্পের নাম ‘অম্বরীশ মিত্র’ বললে ভুল হবে না। পূর্ব-ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদের সাধারণ পরিবারে জন্ম অম্বরীশ মিত্র’র । সেই অম্বরীশ মিত্র’র জীবনে সফলতার গল্পের শুরুটা পরীক্ষায় ফেল করা দিয়ে!
নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলায় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় কানাই চন্দ্র বর্মণ (৩৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উপজেলার কাঞ্চন সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কানাই চন্দ্র বর্মণ উপজেলার কেন্দুয়া জেলেপাড়া এলাকার নিতাই চন্দ্র বর্মণের ছেলে।
জঙ্গি বিরোধী অভিযানের প্রস্তুতি হিসেবে রাজধানীর রমনা এলাকায় ‘ইন্টারনেট ব্লাকআউট ড্রিল’ নামে ইন্টারনেট বন্ধের মহড়া চালিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইসিপিএবি)।
বিষাদের কালো ছায়া নিয়ে জাতির জীবনে ফিরে ফিরে আসে শোকের মাস। এই আগস্টেই কুচক্রিদের হাতে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আগস্ট এলেই শোকে মুহ্যমান হয়ে উঠে বাঙালি। তাই বঙ্গবন্ধু স্মরণে শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হলো ‘শিল্পের আলোয় বঙ্গবন্ধু’শীর্ষক মাসব্যাপী শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানমালা।
মতিহার থানার আশরাফের মোড় এলাকায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’এক যুবক নিহত হয়েছেন। নিহতের পরিচয় পাওয়া যায়নি। সোমবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই