
ডেস্ক: হাজীদের কাছে দেশ ও দেশের মানুষের জন্য দোয়া চেয়ে চলতি বছরের হজ ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার আশকোনায় হাজী ক্যাম্পে হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও হজ কার্যক্রম-২০১৬ এর উদ্বোধন করেন তিনি। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবদুল জলিল অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
রাজধানীর গুলশান-২ এর ১৫৯ নম্বর প্লটের একটি বাড়ির মিউটেশন (নামজারি) মওদুদ আহমদের ভাই মনজুর আহমদের নামে করার জন্য হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবারে একই রায়ে মওদুদ আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা বাড়ি আত্মসাতের মামলা বাতিল করেছেন সর্বোচ্চ আদালত।
তুরাগ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মিনহাজ ও মিজান নামে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালের দিকে বিরুলিয়ার তুরাগ নদীতে তাদের মৃতদেহ ভেসে ওঠে। এ বিষয়ে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ মিয়া নিউজনেক্সটবিডি ডটকম’কে জানান, মঙ্গলবার বিকেলে ট্রলারে করে ২৫ থেকে ৩০ জনের একটি দল পিকনিকের জন্য বেড়াতে আসে।
ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক অলিম্পিক গেমসের মশাল বহন করবেন শান্তিতে নোবেলজয়ী প্রথম বাংলাদেশি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাথের আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি এই মশাল বহনে অংশ নেবেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নয়। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন কেন দলটি এখনো ট্রাম্পের প্রার্থীতাকে সমর্থন করে যাচ্ছে? ওবামা বলেন, একটা পর্যায় আসবে যখন আপনি বলবেন ‘যথেষ্ট হয়েছে’। প্রেসিডেন্ট বলেন, সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ও প্রার্থীদের সাথে তার নীতির অনেক পার্থক্য ছিল।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে উদ্বোধনী প্রদর্শনী হতে যাচ্ছে নতুন যাত্রাপালা ‘বিদ্রোহী বুড়িগঙ্গা’। আমিনুর রহমান সুলতান রচিত ও মিলন কান্তি দে নির্দেশিত যাত্রাপালাটি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে।
চুয়াডাঙ্গায় পাওনা টাকা চাওয়ার অপরাধে রশিদুল ইসলাম (৩৪) নামে এক ভ্যান চালককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বুধবার রাত ২টার দিকে হত্যাকারী দুই আসামীর স্বীকারোক্তিতে পুলিশ সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের জি কে ক্যানালের পাশ থেকে মাটি চাপা দিয়ে রাখা নিহতের লাশ উদ্ধার করেছে।
সম্প্রতি বলিউডের বিভিন্ন সিনেমা সেন্সর বোর্ডের সামনে এসে হোঁচট খেয়েছে। সেন্সর বোর্ডের কাঁচির তলায় পড়তে হয়েছে সিনেমার বিভিন্ন গুরুত্বপূর্ণ দৃশ্য ও সংলাপকে। শুধু তাই নয় বহু সিনেমার ক্ষেত্রে নামও পরিবর্তনের নির্দেশ দিয়েছে ভারতের সেন্সর বোর্ড।
রাজধানীর হাজারীবাগ থানার একটি এলাকায় তল্লাশি (ব্লক রেইড) চালিয়ে ১৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই