
ডেস্ক: দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা দেশের ১৬টি জেলার বন্যায় এ পর্যন্ত নয়দিনে পানিতে ডুবে শিশুসহ ৫৫ জন ও সাপের কামড়ে পাঁচজনসহ ৬০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ৩৫শ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারের জানিয়েছে এ তথ্য।
৩৩ জন মার্কিন সামরিক কর্মকর্তা বিদেশে জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন। মশাবাহিত ভাইরাসটিতে আক্রান্তদের মধ্যে অন্তঃসত্ত্বা একজন নারীও রয়েছেন। পেন্টাগনের মুখপাত্র মেজর বেন কারসন বলেছেন, ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এসব কমর্কর্তা বিদেশে জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সাঁওতালদের জীবন এক করুণ ইতিহাসে গাঁথা। দুঃখ-কষ্ট আর অভাব-অনটনই তাদের জীবনের নিত্যসঙ্গী। নিজেদের অধিকার আদায় করতে গিয়ে শোষণ আর অত্যাচারের মধ্য দিয়ে এগিয়ে যায় তাদের প্রতিটি ক্ষণ। তাদের বসতভিটাও দখল করে নেয় সমাজের দুষ্টচক্র-প্রভাবশালীরা।
শহরের মান্দারতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। নিহতরা হলেন হায়দার আলি (৩৫), লিমু শেখ (১৯) এবং সঞ্জয় ঢালী (২৮)। এদের বাড়ি সদর উপজেলার কুয়াডাঙ্গা ও ঘোষেরচর গ্রামে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা।
সেন্ট্রাল লন্ডনের ব্যস্ততম রাসেল স্কয়ারে একব্যক্তির ছুরিকাঘাতে অন্তত একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাত ১০টা ৩৩ মিনিটে পুলিশকে ফোন করে বলা হয় যে, একব্যক্তি ছুরি দিয়ে মানুষকে হামলা করছে। তার হামলার শিকার হয়ে ৬০ বছর বয়সী একজন নারী নিহত হয়েছেন।
ভারতীয় চলচ্চিত্রে সর্বাধিক সফল এবং সর্বশ্রেষ্ঠ প্লেব্যাক গায়ক হিসেবে বিবেচিত কিশোর কুমার এর জন্মদিন বৃহস্পতিবার। ১৯২৯ সালের এই দিনে মধ্যপ্রদেশের খান্দোয়ায় জন্ম নেন কিশোর কুমার। পুরো নাম ছিলো আভাষ কুমার কাঞ্জিলাল গঙ্গোপাধ্যায়। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট। একাধারে ছিলেন গায়ক, অভিনেতা, প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার ও গীতিকার।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইফতেখার জাহান হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, বুধবার সন্ধ্যায় তাকে প্রত্যাহার করা হয় এবং তার জায়গায় সিভিল এভিয়েশনের একজন উপপরিচালক সাময়িকভাবে এ দায়িত্ব পালন করবেন।
চলতি ২০১৬-১৭ অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহে মন্দাভাব দেখা গেছে। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১০০ কোটি ৫৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন বিদেশে কর্মরত বাংলাদেশিরা। গত অর্থবছরের প্রথম মাসে ১৩৮ কোটি ৯৫ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই