
ঢাকা: ১২ মামলায় হাজিরা দিতে বুধবার ঢাকার নিম্ন আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দারুস সালাম থানাসহ রাজধানীর বিভিন্ন স্থানে হওয়া ৯টি রাজনৈতিক মামলা, নাইকো মামলা, বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা ও একটি রাষ্ট্রদ্রোহ মামলায় তিনি হাজিরা দেবেন।
আশুলিয়ায় পৃথক স্থান থেকে রিতা নামে এক নারী ও অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এই লাশ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির। ওসি জানান, আশুলিয়া ঘোরাট এলাকায় একটি বাঁশের ঝোপের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
ক্রিস্তিয়ানো রোনালদো আর গ্যারেথ বেলসহ পাঁচ জন তারকা খেলোয়াড়কে ছাড়াই চলতি মৌসুমে প্রথম কোন প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার উয়েফা সুপার কাপে ইউরোপা লিগ জয়ী সেভিয়ার বিপক্ষে নরওয়ের ত্রোন্দহাইমে বাংলাদেশ সময় রাত পৌনে একটায় খেলতে নামবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদ।
বেইজিং অলিম্পিকে ২০০৮ সালে অংশ নিয়ে পদকহীন ছিলেন ক্রোয়েশিয়ার ইয়োসিপ গ্লাসনোভিচ। তবে রিও অলিম্পিক দিয়ে এবার সেই অপূর্ণতা দূর করলেন তিনি। ছেলেদের ট্র্যাপ শুটিংয়ে সোনা জিতেছেন ৩৩ বছর বয়সী এই শুটার। অলিম্পিকের এই ইভেন্টে এটাই প্রথম স্বর্ণপদক ক্রোয়েশিয়ার।
চাঁদপুর জেলার কচুয়া থানার শংকরপুর গ্রামের কৃষক লীগ নেতা অলিউল্যা মৃধা হত্যা মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। মঙ্গলবার ট্রাইব্যুনালের বিচারক মহিতুল হক এনাম চৌধুরী এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- একই গ্রামের আবদুল হামিদ, মেহেদী হাসান, মোহাম্মদ গৌরব, আবদুল কাদের, নাজমুল হাসান ও হারুন মিজান।
মানবতাবিরোধী অপরাধের মামলায় যশোরের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনসহ আট আসামির বিরুদ্ধে বুধবার রায় ঘোষণা করা হবে। মঙ্গলবার রায়ের এ দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করবেন। বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শাহিনুর ইসলাম ও মোহাম্মদ সোহরাওয়ারদী।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া-তেঘরিয়া সড়কে মোটরসাইকেল থেকে পড়ে মোহসিনা খাতুন (৬২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মোহসিনা দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি গ্রামের মাদ্রাসা শিক্ষক আলী আহম্মদের স্ত্রী।
ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবি করে স্ট্যাটাস দেয়ায় তিতু খান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এ ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যা ৬টায় উপজেলার আসফরদী গ্রামের নিজ বাড়ি থেকে তিতু খানকে আটক করে পুলিশ।
রাশিয়ার মস্কোতে গিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেখানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি। রাশিয়ার সঙ্গে সম্পর্ক ‘পুনঃস্থাপন’ করতে চান বলে জানিয়েছেন এরদোয়ান।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/ওয়াইএ