
ঢাকা: যশোরের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনসহ আট আসামির বিরুদ্ধে করা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু করেছেন ট্রাইব্যুনাল। বুধবার বেলা ১১টায় বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৭৬৮ পৃষ্ঠার রায় পড়া শুরু করেন।
# উপকূলীয় গাঙ্গের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বুধবার সকাল ৬ টায় খুলনা অঞ্চল ও তৎসংলগ্ন (অক্ষাংশ ২২.৫ উত্তর এবং দ্রাঘিমাংশ ৮৯.৩ পূর্ব) অবস্থান করছিল। এটি আরো উত্তর দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে বুধবার এ কথা বলা হয়।
# রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির এটি-টামকিন ওয়েব সাইটের অ্যাডমিন ও জেএমবি স্লিপার সেলের ৫ জন সদস্যসহ ৬ জনকে আটক করেছে র্যাব। বুধবার এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।
# ২০১২ সালে লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে হামলায় শন স্মিথ ও টায়রন উডস নামের দুই মার্কিন সেনা নিহত হন। সেই মৃত্যুর জন্য তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে দায়ী করে মামলা করেছেন ওই দুই সেনার পরিবার।
# এমনিতেই অলিম্পিকে স্বর্ণ পদক জয়ের ক্ষেত্রে তার ধারাকাছে নেই কেউ। তারপরও নিজের রেকর্ডের ঝুলি আরো বাড়িয়ে চলেছেন মার্কিন সাঁতারু মাইকেল ফেলপস। ২০০ মিটার বাটারফ্লাইয়তে স্বর্ণ পদক জয় করার পরপর সতীর্থদের সঙ্গে জিতলেন ৪*২০০ মিটার ফ্রিস্টাইল রিলের সোনা। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের এই সাঁতারুর ঝুলিতে জমা পড়লো ২১টি স্বর্ণপদক!
# ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মার প্রেমের ভাঙনের কথা শোনা গেছে অনেক আগেই। তবে কিছুদিন থেকে একসঙ্গে দেখা যাচ্ছে তাদের। এবার নাকি কোহলির সঙ্গে সময় কাটাতে ওয়েস্ট ইন্ডিজে পাড়ি দিয়েছেন আনুশকা।
নিউজনেক্সটবিডি ডটকম/জাই