
ডেস্ক: বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলীর জানাযা ও শেষকৃতানুষ্ঠানে উপস্থিত থাকবেন না মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যদিও প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে ওবামার ওঠে আসার পেছনে অনেকে আলীকে অনুপ্রেরণা মনে করেন। হোয়াইট হাউস জানায়, শুক্রবার দ্যা গ্রেটেস্ট আলীর শেষকৃত্যানুষ্ঠানে না গিয়ে ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামা তাদের জ্যেষ্ঠ কন্যা মালিয়ার হাইস্কুল গ্রাজুয়েশন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
শিবগঞ্জের শিয়া মসজিদে হামলার আসামি মো. কাউসার (২৫) ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। তিনি জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। বুধবার ভোর ৬টার দিকে বুড়িগঞ্জ ইউনিয়নের জামতলী লোহার ব্রিজ এলাকায় ওই বন্দুকযুদ্ধ হয়। বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) গাজীউল হক নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সৌদি আরবের মদিনা শহরে এক সৌদি নারীর সঙ্গে বিয়ে হয় সিরিয়ার এক পুরুষের। বিয়ের সেই ভিডিও টুইটারে পোস্ট করার পর বেশ সোরগোল চলছে সৌদিতে। ভিডিওটি পোস্ট করার পর ৫০ হাজারেরও বেশি মানুষ একটি হ্যাশট্যাগ ব্যবহার করে নানা ধরনের মন্তব্য করেছেন।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিদ্দিগ্রাম এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাঁচবিবি উপজেলার সন্তেশ কুমার (৫৫) ও জিতেন কুমার (৫৩)।
রাজধানীর মহাখালীতে নিজের গুলিতে রফিকুল ইসলাম (৫৫) নামে সেনবাহিনীর এক অবসরপ্রাপ্ত সার্জেন্ট আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে এ ঘটনার পরপরই তাকে গুরতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য না নিয়ে ইসরাইলের লিকুদ পার্টির নেতা মেন্দি এন. সাফাদির সঙ্গে বৈঠকের খবর প্রকাশের জন্য দুঃখ প্রকাশ করেছে বিবিসি। মঙ্গলবার প্রতিষ্ঠানটির কমিউনিকেশন ম্যানেজার রাসমুসেল একাত্তরের লন্ডন প্রতিনিধি তানভীর আহমেদের কাছে পাঠানো ই-মেইল বার্তায় এই দুঃখ প্রকাশ করেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো বড় কোন দলের নারী প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়তে যাচ্ছেন হিলারি ক্লিনটন। বড় কোন দুর্ঘটনা না ঘটলে তিনিই হচ্ছেন নভেম্বর মাসের নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী। নিজের এই অর্জনকে নারীদের জন্য ঐতিহাসিক মুহূর্ত বলে স্বাগত জানিয়েছেন হিলারি।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসআই