
ডেস্ক: আমিনপুর থানার কাশিনাথপুর এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল হুদা। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ।
ফাল্গুন মাসের দুপুর, শীত যাই যাই করেও যাচ্ছে না। সম্ভ্রান্ত পরিবারের এক গৃহবধু, হাতের কাজ সেরে বাড়ির আমবাগানের ছায়ার এসে দাঁড়ালেন। সূর্য তখন মাথার ওপর, সূর্যমামার শানদার উত্তাপেই যেন লজ্জা পেয়ে আমগাছের ছায়া কুঁকড়ে সংকুচিত হয়ে ঠিক গাছ বরাবর চলে এসেছে। ওই এক চিলতে ছায়ায় দাঁড়িয়ে মা তাকিয়ে আছেন দূর পথের দিকে। স্কুল ছুটির পর খোকা প্রতিদিন এই সময়ই আসে।
যুক্তরাষ্ট্রের আলবামায় রোববার একটি প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ছয়জনের সবাই বিবাহিত স্বামী-স্ত্রী ছিলেন বলে জানিয়েছে মিডিয়া। রোববার টুসকালেসা বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়।
যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সকাল নয়টায় কুমিল্লা টাউনহল মাঠ প্রাঙ্গন থেকে একটি শোক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর পৌর পার্কে বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে শেষ হয়।
গোলাগুলির গুজবে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরের একটি টার্মিনাল খালি করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিভিন্ন সংবাদ সংস্থার খবরের কারণে কয়েকটি ফ্লাইট বাতিল করার কথাও বলা হয়। তবে পরে প্রাথমিক তদন্তে কোন ধরনের গুলির খোসা বা গোলাগুলির কোন প্রমাণ পাওয়া যায়নি।
চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ৩০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত ৩টার দিকে বাজারের ডিবি রোডের পূর্ব পাশে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে প্রথমে চৌমুহনী দমকল বাহিনী ও পরে মাইজদী, সোনাইমুড়ী ও লক্ষ্মীপুর থেকে আরো ৪টি দমকল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
পূর্ব লন্ডনের একটি রোডে দুজন সমকামী পুরুষকে সুপারমার্কেট থেকে বের করে দেয়ার প্রতিবাদে প্রায় শ’খানেক মানুষ গণ-চুম্বনের মাধ্যতে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। যার নাম দেয়া হয় ‘কিসাথন’।
রিও অলিম্পিক গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে টানা তৃতীয়বারের মতো স্বর্ণ জিতেছেন উসাইন বোল্ট। সোমবার সকালে রিও অলিম্পিকের এই ইভেন্টে স্বর্ণ জিতেছেন জ্যামাইকার এই বিশ্বসেরা দৌড়বিদ। এর আগে ২০০৮ সালে বেইজিং ও ২০১২ সালে লন্ডনে অনুষ্ঠিত অলিম্পিকেও স্বর্ণ জিতেছিলেন তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই